অপরাধ কর্মকাণ্ড, উত্থান পতনের গল্পেই নির্মিত হয়েছে ‘বরফ কলের গল্প’। যেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।
দেশীয় ওটিটি মাধ্যম বিঞ্জে ছয় পর্বের ওয়েব সিরিজটি সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে মাত্র একদিনের জন্য। বরফ কলের গল্প’র পরিচালক সহিদ উন নবী জানিয়েছেন, রবিবার দিনগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ‘বরফ কলের গল্প’ দেখা যাবে বিনামূল্যে। পরদিন থেকে কেউ দেখতে চাইলে মূল্য পরিশোধের মাধ্যমে দেখতে হবে। এর আগে ঈদ উপলক্ষে ওয়েব সিরিজটি বিঞ্জে মুক্তি পেলেও পাইরেসির কবলে পড়ে।
নির্মাতা বলেন, নতুন করে বেশকিছু পরিবর্তন করে বরফ কলের গল্প প্রকাশ করা হচ্ছে অ্যাপটিতে। বরফ কলের গল্প ক্রাইম থ্রিলার ঘরানার একটি কন্টেন্ট। মিলন ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, শহীদুল আলম সাচ্চু, নওশাবা, নিশাত প্রিয়ম, সূবর্ণা। ‘বরফ কলের গল্প’ নওশাদ চরিত্র নিয়ে কথা হয়। অভিনেতা আনিসুর রহমান মিলন বলেছিলেন, গত ২১ বছরে তার অভিনয় ক্যারিয়ারে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। চরিত্রটি পাওয়ার পর মনে হয়েছে আমি এখানে কিছু করতে পারবো।
Leave a Reply