ভারতের মুম্বাইয়ের ‘বঙ্গবন্ধু’ সিনেমার অংশের শুটিং শেষ বাংলাদেশে ফিরেছেন গত এপ্রিলে মাসে দর্শকপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মাঝে একমাসের বিরতি শেষে ১২ জুন থেকে নতুন সিনেমা ‘নূর’ এর শুটিংয়ে অংশ দিচ্ছেন শুভ। ‘নূর’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রথমবার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি।
এতে শুভর নায়িকা কে হচ্ছে তা এখনো ঠিক হয়নি বলে জানাচ্ছে শাপলা মিডিয়া। সে তথ্য জানা যাবে, শুটিং শুরুর আগেই। তবে এরই মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রথম লটের শুটিং শুরু হচ্ছে দিনাজপুর ও সৈয়দপুরে বিভিন্ন লোকশনে। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘চলচ্চিত্রটি রোমান্টিক প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি, এমন চরিত্রে দর্শকেরা আমাকে আগে কখনও দেখেনি।’
Leave a Reply