একতারা ইন্টারন্যাশনাল ও ম্যাড-স্যুটকেসের যৌথ উদ্যোগে ইতালির ভেনিসে “চেজার দা মিশেলিস” অডিটোরিয়ামে শুরু হতে যাচ্ছে ভেনিস বাংলা স্কুলের সহযোগিতায় “বাংলা-ইতালিয়ান চলচ্চিত্র প্রদর্শনী” প্রদর্শনী চলবে ২৪ জুলাই থেকে ২৮ আগস্ট-২০২১ পর্যন্ত।
এই উৎসবে ৩১ তারিখ সন্ধ্যা ৭টায় সাহিল রনি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষ (The Soul) প্রদর্শন করা হবে। এছাড়া ও বাংলাদেশের বেশ কিছু ফিল্ম প্রদর্শন করা হবে। মোহাম্মদ শিহাব উদ্দিন এর ‘আগামীকাল’ (টুমরো) সাহিল রনি’র ‘মানুষ’ (দ্য সোল) কাজী টিপু’র ‘১৮+’গিয়াস উদ্দিন সেলিম এর ‘স্বপ্নজাল’ ফরহাদ শাহী’র ‘ভাল থেকো ফুল’ মেজানুর রহমান লাবু’র ‘মালা ভাবী’ জিয়াউল হক রাজু’র ‘বাতিক বাবু’ হেমন্ত সাদীক এর ‘এ লেটার টু গড’ ইতালির পক্ষে “একতারা ইন্টারন্যাশনাল” এর কাজী টিপু এবং বাংলাদেশের পক্ষে সাহিল রনি’র প্রতিষ্ঠান “ম্যাড-স্যুটকেস” কো-অর্ডিনেটর করেছে এই উৎসবের।
ভেনিস এ বসবাসরত সকল বাংলাদেশি স্বজনদের বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে উপস্থিত থেকে নির্মাতাদের প্রেরণা যোগাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কাজী টিপু।
Leave a Reply