‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এই তিন ছবির নায়িকা জলি। চলচ্চিত্রে নায়িকা থাকা অবস্থায় ব্যবসায়ী আরাফাত রহমানকে ভালোবেসে ২০১৯ সালের মে মাসে বিয়ে করেন জলি। ২০২০ সালে তাদের সংসারে আসেন নতুন অতিথি। সেহেমাত রহমান এই দম্পতির প্রথম সন্তান। এরপর বেশ অনেক দিন ধরেই নতুন কোন চলচ্চিত্রে দেখা যায়নি জলিকে। সংসার, সন্তান নিয়ে তাঁর দিন কাটছে।
সম্প্রতি আলাপ কালে জলি জানান ফের নতুন করে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জলি জানান, বিয়ে ও সন্তান হওয়ার পর এসব নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর। কিছুটা শারীরিক পরিবর্তন ও এসেছে। তবে কিছুদিন ধরে জিম করে নিজের ওজন অনেকটাই কমিয়ে এনেছেন। আর এর কারণ নতুন করে কাজে ফিরতে তিনি। তাই সবার সহযোগিতাও চেয়েছেন এই নায়িকা।
জলি আরও বলেন, অভিনয় জগতে শেষ কিংবা বিদায় বলতে কিছু নেই। শেষ থেকেই শুরু হয়। তাই আবারও নতুন করে কাজে ফিরতে চাচ্ছি।
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ২০১৬ সালে ‘অঙ্গার’ ছবির মাধ্যমে আবেদনময়ী জলির ঢাকাই ছবিতে অভিষেক হয়। পরবর্তীতে অন্য দুটি ছবি মুক্তি পায়। জলি অভিনীত সর্বশেষ ছবি ‘ডেঞ্জার জোন’।
Leave a Reply