রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!
Uncategorized

স্তন ক্যানসার নিয়ে লড়াকু তারকা মহিমা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

জমজমাট ডেস্ক

স্তন ক্যানসারে আক্রান্ত বলিউড তারকা পরদেশ খ্যাত মহিমা চৌধুরী। আশার খবর হলো চিকিৎসাও চলছে তার। নেটমাধ্যমে সেই খবর প্রকাশ্যে আনলেন প্রখ্যাত বলিউড অভিনেতা অনুপম খের। সেই সঙ্গেই প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীর সাহস আর লড়াকু মানসিকতাকে।

ক্যানসারের অসুস্থতা, দীর্ঘমেয়াদি চিকিৎসা অবশ্য এতটুকুও দমাতে পারেনি ‘পরদেশ’ এর নায়িকা মহিমাকে। বরং যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরতে চান লাইট – ক্যামেরা – অ্যাকশনের চেনা দুনিয়ায়। তার এই বাঁচার খিদে, লড়াইয়ের সাহস, ছন্দে ফেরার জেদ মুগ্ধ করেছে অনুপমকে। তাই তো এই অভিনেত্রীর লড়াইয়ের কাহিনি নিজেই এক ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়েছেন মহিমার অনুরাগীদের কাছে।

ইনস্টাগ্রামে মহিমার একটি ভিডিও পোস্ট করেছেন অনুপম। তাতে মহিমা নিজেই শোনাচ্ছেন নিজের গল্প। ভিডিওর ক্যাপশনে অনুপম লিখেছেন, ‘মহিমা চৌধুরীর সাহস এবং ক্যানসারের কাহিনি : এক মাস আগে আমেরিকা থেকে ফোন করেছিলাম ওকে। আমার ৫২৫তম ছবি ‘দ্য সিগনেচার’ এ ওকে নিতে চেয়ে। তখনই জানলাম ও স্তন ক্যানসারে আক্রান্ত। কথায় কথায় টের পেলাম ওর মনের জোর সারা বিশ্বের অসংখ্য মহিলাকে আশার আলো দেখাতে পারে। ও চেয়েছিল আমিই এই খবরটা সকলকে জানাই। মহিমা, তুমিই আমার নায়ক। বন্ধুরা, সবাই ওকে ভালবাসা, শুভেচ্ছা, সুস্থতা কামনায় ভরিয়ে দাও। ও ফিরে এসেছে সেটে, আবার কাজের জন্য তৈরি। প্রযোজক – পরিচালকেরা, আবার সময় এসেছে ওর দুর্দান্ত অভিনয়কে কাজে লাগানোর।’

ভিডিওতে মহিমা নিজেই এসেছেন ক্যামেরার সামনে। কেমোথেরাপি পেরিয়ে মাথায় নতুন চুল গজাচ্ছে একটু একটু করে। অভিনেত্রী বলেছেন, এক মাস আগে অনুপম যখন ফোন করেন, আমি তখন হাসপাতালে, চিকিৎসা চলছে। ইতিমধ্যে ওয়েব সিরিজ আর ছবির একাধিক প্রস্তাব এসেছে। কিন্তু হ্যাঁ বলতে পারিনি। কারণ মাথায় চুল ছিল না তখন। আবেগে ভেসে মহিমা অনুপমকে এটাও জিজ্ঞাসা করেন, পরচুলা মাথায় দিয়ে তিনি ছবিতে অভিনয় করতে পারবেন কি না।। জানা যায়, এই ভিডিও দেখে তাকে ভালবাসায় ভরিয়ে দেন বলিউড তারকা ও অনুরাগীরা।

বলিউড অভিনেত্রীর জীবনে লড়াই অবশ্য এই প্রথম নয়। ২০১৩ সালে স্বামী ববি কাপুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে একাই মেয়ে আরিয়ানাকে বড় করে তুলেছেন মহিমা। মেয়েকে ঠিকমতো সময় দিতে অভিনয়ও ছেড়ে দেন। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে মহিমা বলেছিলেন, সাত বছরের বিয়ে ভাঙার পরে মেয়েকে নিয়ে মা – বাবার কাছে ফিরে আসি। আমার মায়ের অসুস্থতা ধরা পড়ে তখন। বাবা সেই সময়ে থাকতেন দার্জিলিংয়ে। একে মেয়ে ছোট, তারপরে মায়ের দেখভাল, সবটাই সামলাতে হতো। তখন আমার বোনও এক সন্তান নিয়ে একা। ফলে বাচ্চাদের দু’জনে মিলেই বড় করেছি।

জানা যায়, শরীরে ক্যানসারের উপসর্গ ছিল না মহিমার। সাধারণ চেকআপের সূত্রে ধরা পড়ে তিনি এই রোগে আক্রান্ত। ২০১৬ তে শেষ বার ‘ডার্ক চকোলেট’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। ক্যানসারের সঙ্গে যুদ্ধ জিতে এবার তাড়াতাড়ি বলিউডে ফিরতে চান মহিমা চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ