বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
Uncategorized

কেনো হারিয়ে গেছে মাধুরীর মোহিনী হাসি!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

জমজমাট ডেস্ক

কলকাতার প্রয়াত অভিনেতা তাপস পালের নায়িকা হিসেবে বলিউডের ‘অবোধ’ ছবিতে নায়িকা হয়েছিলেন মধ্য পঞ্চাশ বছরের লাস্যময়ী তারকা মাধুরী দীক্ষিত। তবে তিনি ঝলসে উঠেছিলেন ‘তেজাব’ ছবির এর মাধ্যমে। তার ‘মোহিনী’ রূপে মুগ্ধ হয়েছিলেন ভারতবাসী। ‘এক দো তিন’ হয়ে উঠেছিল আইকনিক নাচ নির্ভর একটি গান। বরাবর মাধুরীর হাসি সম্মোহিত করে সকলকে। কিন্তু হঠাৎই যেন তার সেই বিখ্যাত হাসি হয়ে উঠেছে প্রাণহীন। কিন্তু কেনো ?

পঞ্চান্ন বছর বয়সেও নিজেকে সুন্দর রেখেছেন মাধুরী। নাচ তার ওয়ার্কআউট। পাশাপাশি ব্যালান্সড ডায়েট অনুসরণ করেন তিনি। ইদানিং ডান্স রিয়েলিটি শোয়ে তাকে দেখা যাচ্ছে বিচারকের আসনে। মাধুরীর মুখের হাসিতেই ধরা পড়ে প্রতিযোগীর সাফল্য। কিন্তু সেই হাসি যেন মাধুরীর মুখ থেকে রাতারাতি উধাও। সম্প্রতি একটি ডান্স রিয়েলিটি শোয়ের শুটিংয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দী হন মাধুরী। তার সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। তারা বলছেন, মাধুরীর ঠোঁটের গড়ন বিকৃত হয়ে গিয়েছে।

মাধুরীর ওই ছবিগুলোতে তার পরনে রয়েছে গোলাপি রঙের সিকুইনড শাড়ি ও গোলাপি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। চুল ওয়েভি সেটিং করে খোলা রয়েছে। কানে রয়েছে স্টোন স্টাডেড ইয়ারিং। ডান হাতে স্টোন স্টাডেড চুড়ি রয়েছে। হালকা মেকআপ করলেও গোলাপি রঙের লিপস্টিকে ঠোঁট রাঙিয়েছেন মাধুরী। ফলে তাঁর ঠোঁট হাইলাইটেড হয়েছে। সেখানেই তৈরি হয়েছে সমস্যা। মাধুরীর ঠোঁট ও গালের কিছু অংশ যথেষ্ট ফোলা লাগছে। ফলে অনেকেই মনে করছেন মাধুরী তার ঠোঁট পুরু করতে লিপ ফিলারের সাহায্য নিয়েছেন।

লিপ ফিলারের ক্ষেত্রে সবসময়ই অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। অনেক সময় ইঞ্জেকশনের মাধ্যমেও লিপ ফিলার করা যায়। এর ফলে ঠোঁট পুরু দেখায়। হাসিতেও আসে পরিবর্তন। তবে মাধুরী এখনও তার লিপ ফিলার নিয়ে মুখ খোলেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ