লাইফ সাপোর্টে ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার নমুনা পরীক্ষা করায় শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। রাতে গুরুতর অসুস্থ হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে নেওয়ার খবর নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় সাদেক বাচ্চু ভাইয়ের অবস্থা ভালো নয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একমাত্র ভরসা আল্লার রহমত। সবার কাছে বাচ্চু ভাইয়ের জন্য দোয়া চাই।’
Leave a Reply