জমজমাট প্রতিবেদক
দেশের শোবিজ অঙ্গনের নন্দিত অভিনেত্রী অপি করিম। মিষ্টি হাসি, সাবলীল অভিনয়, আর মায়াবী চাহনীতে তিনি মুগ্ধ করেন দর্শকদের। শূন্য দশকে তার আত্মপ্রকাশ এবং সাফল্য। তাই ওই সময়কার দর্শকদের কাছে অপি এখনো সতেজ অনুভূতির নাম।
গুণী এই অভিনেত্রীর জন্মদিন আজ। ১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেছিলেন অপি করিম। তার আসল নাম সৈয়দা তুহিন আরা অপি করিম। বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি। এরপর জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। এরপর তিনি লাক্সের বিজ্ঞাপনে মডেল হন এবং জনপ্রিয়তা পান।
মডেলিং দিয়ে শুরু করে অল্প সময়েই নাটক, টেলিফিল্মে পোক্ত জায়গা করে নেন অপি করিম। তিনি বহু দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন। এছাড়া অনুষ্ঠান উপস্থাপনা, মঞ্চে অভিনয়, নাচ, সিনেমা এসবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন অপি।
অপি করিম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘সকাল সন্ধ্যা’, ‘শুকতারা’, ‘আপনজন’, ‘সবুজ গ্রাম’, ‘তিথির সুখ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ছায়া চোখ’, ‘জলছাপ’, ‘সাদাআলো সাদাকালো’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘উত্তম-সুচিত্রা’, ‘মান-অভিমান’, ‘এ শহর মাধবিলতার না’ ও ‘অবাক ভালোবাসা’ ইত্যাদি।
অপি করিম তার ক্যারিয়ারে কেবল একটি সিনেমায় অভিনয় করেছেন। সেটি হচ্ছে ‘ব্যাচেলর’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
ব্যক্তিগত জীবনে অপি করিম তিনটি বিয়ে করেছেন। ২০০৭ সালে তিনি আসির আহমেদকে বিয়ে করেন। সে বছরই তাদের সংসারটি ভেঙে যায় ৷ এরপর ২০১১ সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জন অপি। কিন্তু এই বিয়েও টেকেনি। সবশেষ ২০১৬ সালে প্রযোজক ও আর্কিটেকচার এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন এই অভিনেত্রী।
অভিনয় পেশার বাইরে অপি করিম একজন শিক্ষিকা। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আর্টিকেচার বিভাগের সহযোগী অধ্যাপক।
Leave a Reply