রঞ্জু সরকার
বাংলা চলচ্চিত্রের নায়িকা তানিন সুবাহ ভীষণ বাবা-মা ভক্ত। এক কথায় তার অনুসারীরা, কাছের মানুষ জন প্রায় সবাই জানেন।
আজ (১২ মে) মা দিবস। আর এ দিনে আরও বেশি করে তার মাকে অনুভব করছেন তানিন সুবাহ। মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে সুবাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পৃথিবীর সবথেকে দামী সম্পদ মা,ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা!
এক যুগ আগে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন অভিনেত্রী তানিন সুবাহ। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই অভিনয় করেছেন নিয়মিত। কিন্তু গত দুই বছর তাকে পর্দায় কিংবা ক্যামেরার সামনে দেখা যায়নি।
ফিরতি যাত্রায় অভিনয় করেছেন একটি ধারাবাহিক নাটকে। নাম ‘রসের হাড়ি বাড়াবাড়ি’। টিপু আলম মিলনের গল্প ভাবনায় আকাশ রঞ্জনের পরিচালনায় নির্মিত হচ্ছে এই নতুন ধারাবাহিকটি।
এ নাটকে তানিনকে দেখা যাবে জুলেখা নামে একটি চরিত্রে। নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে।
এদিকে বিরতিতে যাওয়ার আগে এ অভিনেত্রী শেষ করেছেন জাভেদ মিন্টুর পরিচালনায় ‘দুই রাজকন্যা’, ‘বীর মাতা’ এবং গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ‘প্রেমের বাঁধন’ নামে তিনটি সিনেমার কাজ। এগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
Leave a Reply