জমজমাট প্রতিবেদক
প্রতি ঈদে গান শুনিয়ে এরইমধ্যে ব্যাপক আলোচনায় এসেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। যথারীতি গত ঈদেও তিনি একগুচ্ছ গান নিয়ে হাজির হয়েছিলেন নিজ মালিকানাধীন চ্যানেলে। এবার নামছেন সিনেমা নির্মাণে।
প্রযোজক হিসেবে একসঙ্গে ছয়টি সিনেমা প্রযোজনা করার ঘোষণা কয়েক মাস আগেই দিয়েছিলেন ড. মাহফুজুর রহমান। তবে সিনেমাগুলোর নাম, পরিচালক বা কলাকুশলী কারা- সেসব জানাননি সেসময়।
এবার জানালেন, ছয় সিনেমার প্রথমটির নাম ‘আমি নায়িকা হব না’। এটি পরিচালনা করবেন বরণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ।
শনিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজিত বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্যকালে মাহফুজুর রহমান এ ঘোষণা দেন।
পরবর্তীতে সিনেমা নিয়ে জানতে চাইলে মাহফজুর রহমান তেমন কিছুই জানাননি। শুধু বলেন, ‘শিগগিরই বিস্তারিত জানানো হবে।’ কিন্তু এই সিনেমাতে মাহফুজুর রহমানের কণ্ঠে কোনো গান থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা চমক হিসেবে রেখে দিলাম।
Leave a Reply