জমজমাট প্রতিবেদক
দর্শকনন্দিত অভিনেতা আফরান নিশো ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্টের সঙ্গে নতুন দুটি সিনেমার জন্য চুক্তি সই করেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে আই এন্টারটেইনমেন্টে।
অভিনেতা আফরান নিশো বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময় খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সবক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যত ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। সময় দেওয়া আর নেওয়ার মাঝেই ভালো সিনেমা।’
‘হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাওয়ার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের। তারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে ও আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত,’ বলেন তিনি।
নিশো অভিনীত এই দুই সিনেমার পরিচালক কে, কারা অভিনয় করবেন, কবে শুটিং হবে এবং কবে মুক্তি পাবে, এসব বিষয়ে এখনই কিছু জানায়নি দুই প্রযোজনা প্রতিষ্ঠান।
Leave a Reply