মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

মিঞা-বিবির সার্কাস কোম্পানি

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী

জাতীয় পার্টির নেতা সাহিদুর রহমান টেপা ভাই ওনার একটা পোষ্টে যে উক্তিটা প্রচার করেছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিনা আমার জানা নেই। তবে চীনের নেতা মাও সে তুং বলেছেন, একটা মাছের পঁচন শুরু হয় মাথা থেকে। অর্থাৎ, একটা দল কিংবা রাষ্ট্রের প্রধান ব্যক্তিটি যখন আর্থিক কিংবা অন্য কোনো লোভে পড়ে যায়, তখনই সেটার ধ্বংস শুরু। তিনি সম্ভবত জেনারেল হোসেন মুহাম্মদ এরশাদ সাহেবের পার্টির বর্তমান অবস্থার দিকে ইঙ্গিত করেছেন, এই উক্তির মাধ্যমে।

এক্ষেত্রে আমি বলবো, এরশাদ সাহেবের পরলোকগমনের পর আমি একটা নিবন্ধে লিখেছিলাম, ওনার মৃত্যুর মাধ্যমে জাতীয় পার্টির অন্তোষ্ঠিক্রিয়া সম্পন্ন হলো।

এটা বলেছিলাম এই কারণে যে এরশাদ সাহেবের মতো একজন বিচক্ষণ মানুষ নিজের হাতে গড়া দলের উত্তরাধিকারী নির্ধারণ করলেন একেবারেই আবেগের বশে।

বিমান চালাতে পাইলট লাগে, যা একজন কামারের পক্ষে সম্ভব নয়। দল চালাতে নেতা লাগে। টাকা এবং অপ্সরার নেশায় বুঁদ হয়ে থাকা ব্যক্তির পক্ষে হয়তো অভিনয় জগতে কিংবা শিল্প-সাহিত্যের ক্ষেত্রে উন্নতি কিংবা সাফল্য অর্জন সম্ভব। কিন্তু তাঁকে দিয়ে রাজনীতি হয়না।

কেউকেউ হয়তো বলবেন, হিটলারেরও তো নারী নেশা ছিলো, কিংবা হালের আমেরিকান নেতা ডোনাল্ড ট্র্যাম্পেরও তো ওসব আছে। তাহলে ওনারা রাজনীতিতে সফল হলেন কিভাবে?

উত্তর দিচ্ছি। হিটলার রাজনীতিতে সফল হননি। বরং তিনি তার দুষ্কর্মের কারণে পৃথিবীর ইতিহাসে এক দুর্গন্ধযুক্ত ব্যক্তি হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন। আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্পের নারীঘটিত ব্যাপার-স্যাপার সম্পর্কে বলবো, আমাদের সমাজ ব্যবস্থা আর পশ্চিমা সমাজ ব্যবস্থা এক নয়।

তারপরও ডোনাল্ড ট্র্যাম্পকে আমি বাহবা দেবো অনেকগুলো কারণে। তিনি ব্যবসায়ী হিসেবে সফল। একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে সফল। এবং সবশেষে একজন রাজনীতিক হিসেবে সফল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্র্যাম্প যখন রাজনীতির ময়দানে একেবারেই অপরিচিত, তখন তিনি হিলারি ক্লিনটনের মতো জাঁদরেল প্রতিদ্বন্দ্বী, যাকে প্রত্যক্ষভাবে সব ধরনের সহযোগিতা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, এবং ট্রাম্পের বিরুদ্ধে গোটা প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো যখন আদাজল খেয়ে নেমেছে, তখন এই কঠিন চ্যালেঞ্জ বীরের মতো মোকাবেলা করে ট্রাম্প বিজয় ছিনিয়ে এনেছেন। কারো কাছে গিয়ে ভিখিরির মতো হাত পেতে বলেননি, বাবাগো, দান-সদকা হিসেবে আমাকে ইলেকশনে জিতিয়ে দিন।

এমন শক্তিশালী ব্যক্তিত্ব কি জাতীয় পার্টির নেতা গম কাদের সাহেব দেখাতে পেরেছেন? তিনি যেদিন আওয়ামীলীগের কাছে কয়েকটা আসন দান-সদকা হিসেবে চেয়েছিলেন, সেদিনই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে বলেছিলাম, ভিক্ষাবৃত্তির মানসিকতা সম্পন্ন ব্যক্তির পক্ষে কোনো রাজনৈতিক দলের নেতা হওয়া বেমানান।

গম কাদের সাহেব ২০২৩ সালে গোপন মিশনে দুবাই গেলেন ওনার দুই ফরজন্দসহ। ওখানে তিনি কি করেছেন এটা জগতের কেউই জানতে পারবেনা, এমনটাই তিনি ভেবেছিলেন। অনেকটাই উট পাখির মতো বালুতে মাথা গুঁজে রাখার মতো কারবার। তথ্যপ্রযুক্তির এই যুগে কোনোকিছুই কি গোপন থাকে?

একজন সাংবাদিকের নানা ধরনের সোর্স এবং সংযোগ থাকে। আমি তো ৩৬ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছি। একুশ বছর যাবত পত্রিকার সম্পাদক। আমার নিশ্চয়ই এখানে-ওখানে লোকজন আছে। দুবাইতেও আছে। গম কাদের সাহেব যে হোটেলে ছিলেন, ওই হোটেলেই আমার একজন বিশ্বস্ত লোককে পাঠালাম। পরবর্তীতে সবিস্তারে সব শুনলাম। এমন কিছু কথাও শুনলাম, এমনকি স্থিরচিত্র দেখলাম, যা এখানে বর্ণনা করা যাবেনা।

প্রথমত আমার প্রশ্ন। গম কাদের সাহেব দুবাই গেলেন কেনো? নিশ্চয়ই রাজনৈতিক কোনো কর্মসূচিতে নয়। কিংবা সেদেশের সরকারের আমন্ত্রণেও নয়। অথবা চিকিৎসা করাতে নয়। দুবাইতে কেউ চিকিৎসা করাতে যায়ও না। সেখানে লোকেরা যায় শপিং করতে এবং ঘুরতে। অন্যরা যায় টাকা পয়সা পাচারের চ্যানেল করতে। আর বাকি সবাই যায় হয় হানিমুনে কিংবা দুবাই শহরের নষ্ট রাতের চাদরের আড়ালে বিভিন্ন দেশী নারী এবং প্রমোদিনীদের উষ্ণ সান্নিধ্য চাখতে। আরেক কাজেও কেউকেউ দুবাই যান। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে গোপনে ষড়যন্ত্র করতে। যেমনটা নুরু গিয়েছিলো। এর বাইরে দুবাই যাওয়ার আর কোনো কারণ আছে কি?

যারা জ্ঞানী এবং বিচক্ষণ, ওনারা আমার কথাগুলোর মাঝেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

সবশেষে বলবো, জাতীয় পার্টির কোনো ভবিষ্যত দেখছিনা। অন্তত গম কাদের সাহেব যদ্দিন ওই দলটা দখল করে আছেন। সত্যি কথা বলতে, এখন আর ওটা দল নেই। ওটা হয়ে গেছে মিঞা-বিবির সার্কাস কোম্পানি। এই মিঞা-বিবির কবল থেকে দলটা উদ্ধার করার জন্যে ত্যাগী, সাহসী এবং নিবেদিতপ্রাণ লোকের প্রয়োজন। যারা অনেকটা বিপ্লবী ষ্টাইলে হোসেন মুহাম্মদ এরশাদের নিজের হাতে গড়া দলটাকে জিম্মিদশা থেকে মুক্ত করে নতুন প্রাণ দেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ