মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

কেনো বিয়ের আগেই মা হয়েছিলেন প্রীতি জিনতা!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউডি ডিভা প্রীতি জিনতা এখন পেশাগত কাজে প্রায় অনুপস্থিত। তার মনোযোগের পুরোটা এখন স্বামীর সংসারে দিয়েছেন। বর্তমানে প্রীতি দুই সন্তানের মা। এরা তার বিয়ে পরবর্তী সন্তান। তবে এই তারকা বিয়ের অনেক আগেই মা হয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে এবার এই তথ্য উঠে এসেছে। বিয়ের আগেই প্রীতির মা হওয়ার কথা শুনে বাঁকা চোখে তাকানোর কোনো অবকাশ নেই। মূলত সন্তান দত্তক নিয়ে মাতৃত্বের স্বাদ পূরণ করেছিলেন প্রীতি। একটি নয়, দুটি নয় ৩৪টি কন্যার দায়িত্ব নেন তিন।

জানা যায়, মাত্র ১৩ বছর বয়সে বাবা দুর্গানন্দ জিনতাকে গাড়ি দুর্ঘটনায় হারান প্রীতি। পিতৃ প্রীতির বয়স যখন ১৫, তখন মারা যান তার মাও। এতটুকু বয়সে মা – বাবা হারিয়ে যেন অথৈ সাগরে পড়েন নায়িকা। মা – বাবা হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খেতে থাকে তাকে । উপলব্ধি করতে পারেন তারা ছাড়া তার পৃথিবীটা কত কষ্টের।

জানা যায়, ২০০৯ সালে প্রীতি তার ৩৪ তম জন্মদিনে নিজেই নিজেকে এক উপহার দেন। আপন করে নেন তার মতোই কয়েকজন অনাথকে। ঋষিকেষের মাদার মিরাকল থেকে ৩৪ জন অনাথ শিশুকে দত্তক নিয়ে নেন তিনি। দায়িত্ব নেন তাদের জামা কাপড়, পড়াশোনাসহ আজীবনের। বছরে তাদের সঙ্গে দুই বার দেখাও কর‍তে যান প্রীতি।

পঞ্চাশ বসন্তে পা দিয়েছেন প্রীতি। ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেট ও ঘরকন্না নিয়ে। তবে ভুলে যাননি নিজের দত্তক কন্যাদের। আগের মতোই ভরণপোষণ করে যাচ্ছেন তাদের। নিয়ম করে দেখাও করেন। এই কান্ড প্রীতির হেরফের হয় না একটুও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ