জমজমাট ডেস্ক
কণ্ঠশিল্পী নার্গিসের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে ভোথা দাও দিয়া কাইট্টা লা, পিরিতের খেতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা’ গানটির কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত হচ্ছেন গায়িকা জেফার। গানটি গেয়েই যেনো তীব্র সমালোচনার কবলে পড়েছেন মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়েব চলচ্চিত্রে সদ্য অভিষিক্ত হওয়া এই গায়িকা কাম নায়িকা। জানা গেছে, স্পাইসি নামের এই গানটির মাঝখানে জেফার নার্গিসের গানটি জুড়ে দিয়েছেন। কিন্তু কোথাও নার্গিসের নাম উল্লেখ করেননি তিনি।
জানা গেছে, নার্গিসের গাওয়া এই গানকে এক সময় অশালীন হিসেবে আখ্যা দিয়েছিলেন দেশীয় গানের শ্রোতারা। সেই গান জেফার আধুনিকতার মোড়কে নিয়ে এলেন। যদিও জেফার রহমান বরাবরই ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন। আবার বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা – সমালোচনাও করে থাকেন। তবে এই গান নিয়ে নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন জেফারের। গানটির ছোট ছোট ভিডিও করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে জেফারকে তুলোধুনো করছেন নেটিজেনরা।
জানা গেছে, দীর্ঘ একটা বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার। সম্প্রতি ‘ওকেব্রো রেকর্ডস’ এর ইউটিউব চ্যানেলে ‘স্পাইসি’ শিরোনামে গানটি প্রকাশ করেছেন এই গায়িকা। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে এই গায়িকা ও গানটি নিয়ে তর্ক – বিতর্ক।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘স্পাইসি’ গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ। তবে সেটা শুধু সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন, সুর করেন।
Leave a Reply