জমজমাট প্রতিবেদক
ঢাকাই ছবির এক সময়কার নায়িকা নিপুণ গত কয়েক বছর যাবত শিল্পী সমিতির নির্বাচন আর এসব নিয়ে হাইকোর্টে দৌড়ঝাঁপ করে আলোচনায় থাকলেও একজন শিল্পীর মূল যে লক্ষ্য, অর্থাৎ অভিনয়ে ব্যস্ত থাকা, এটা হচ্ছে না তাঁর বেলায়। প্রযোজকদের আগ্রহ নেই নিপুণের প্রতি। একইভাবে, তাঁর প্রতিপক্ষ মনোয়ার হোসেন ডিপজলও কবে সিনেমায় ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই।
বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর মাঝে বাংলাদেশেই কেবল নির্বাচন ঘিরে প্রতি বছর আইনী লড়াই আর একে-অন্যকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্যের প্রতিযোগিতা চলছে। অথচ এই শিল্পের বিদ্যমান সংকট নিরসনে কারো কোনো উদ্যোগ নেই। অন্যদিকে সম্ভাব্য নতুন প্রযোজকরা শিল্পীদের মাঝে বিদ্যমান তিক্ততা দেখে এখাতে বিনিয়োগ করতেও ভয় পাচ্ছেন।
বলা যায়, আলোচনায় থাকতেই রিট করেছেন নিপুণ। এমটা মনে করছেন প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ারের পাঁচ দশক পূর্ণ করা মাসুদ পারভেজ সোহেল রানাও। সম্প্রতি সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সোহেল রানা বলেন, বারবার শিল্পী সমিতির আদালতের দারস্থ হওয়া শিল্পীদের জন্য লজ্জার। একজনের জন্য সব শিল্পীকেই সেই দায়ভার বহন করতে হচ্ছে। গত নির্বাচনের আগ পর্যন্ত কেউ শিল্পী সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আদালতে যায়নি। ছোট ছোট যে সমস্যাগুলো হয়েছে তার সমাধান শিল্পীরাই করেছে। গতবার প্রথম নিপুণ আদালতে গেছে। এবারও তাই করল। গতবার তার সঙ্গে প্যানেলের ১১ জন ছিলেন, এবার তার প্যানেল থেকে নির্বাচিত হওয়া তিনজন কিন্তু ইতিমধ্যে নতুন প্যানেলের সঙ্গে বসে মিটিং করেছেন। আগের কমিটির মতো আলাদা থাকেনি। এবার আদালতে যাওয়ার বিষয়টি অকল্পনীয় ব্যাপার, কল্পনাতীত।
আলোচনায় থাকতে নিপুণ এই কাজ করেছেন মন্তব্য করে গুণী এই অভিনেতা বলেন, হতে পারে সে সংবাদমাধ্যমে আলোচনায় থাকতে চায়। সবাই তো নিজেকে তুলে ধরতে, আলোচনায় থাকতে পছন্দ করে। সে হয়ত নেগেটিভভাবে আলোচনা ধরে রাখতে চায়। একজনই কিন্তু দুবার করে কোর্টে যাচ্ছে অভিযোগ নিয়ে আর কেউ যায়নি। এটা হাইলাইটে থাকার জন্য। একইভাবে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী সূচন্দাও।
দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের কাজ থেকে দূরে নিপুণ। এককথায় বললে বেকার তিনি! তাকে ঘিরে আগ্রহ নেই প্রযোজকদেরও। যার কারণে নতুন সিনেমায় দেখা যায় না। মূলত হাইকোর্ট দেখিয়ে আলোচনায় থাকছেন নিপুণ। কারণ, দেশে অনেকগুলো পেশাজীবী সংগঠন রয়েছে। প্রতিবছরই এসব সংগঠনের নির্বাচন হয়। এ নির্বাচনের উত্তাপ সাধারণ মানুষের মধ্যে খুব একটা দেখা যায় না কিংবা ছড়ায় না। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সবার মধ্যে আগ্রহ-উত্তাপ দেখা গেছে। গত বছর থেকে সবচেয়ে বেশি উত্তাপ দেখা গেছে। চেয়ার দখল নিয়ে যখন আদালতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে তখন থেকেই এটি আলোচনার শীর্ষে।
বিষয়টি একটু খুলে বলা যাক, শিল্পী সমিতির নির্বাচনে হেরে ফুলের মালা দিয়ে বিজয়ী প্রার্থীকে বরণ করে নিয়েছিলেন নিপুণ। বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল বরণ করা সেই ফুলের মালা পরিয়ে দেন পরাজিত সাধারণ সম্পাদক নিপুণকে। হাসিমুখেই সবকিছু শেষ হয়। সেদিন সকালে বক্তব্যে রাখতে গিয়ে একে অপরকে নিয়ে সুন্দর সুন্দর কথাও বলেছিলেন তাঁরা।
কিন্তু হাসিমুখ বেশি দিন স্থায়ী হলো না। ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর শিল্পী সমিতির নতুন কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত নিপুণ। এই রিটের মাধ্যমে নতুন করে আলোচনায় শিল্পী সমিতি। যেখানে নির্বাচনে জয় লাভের পর ডিপজল চলচ্চিত্রের উন্নয়নের জন্য যেটা ভালো হয় সেদিকে তাগিত দেয়ার কথা বলছেন, সেখানে চেনা ছন্দে ফিরলেন নিপুণ।
চেনা ছন্দ বলার কারণ হচ্ছে যে, গত মেয়াদের নির্বাচনেও জায়েদ খানের কাছে হেরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিপুণ। সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে আদালতে দৌড়ঝাঁপ কম হয়নি। এভাবেই কেটে যায় দুই বছর। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটু দেরিতে হলেও পুরনো নিয়মে সরব হয়েছেন তিনি।
নিপুণের রিট ঘিরে চলছে আলোচনা–সমালোচনা। চলচ্চিত্রাঙ্গনের অনেকের মধ্যে রয়েছে বিভক্তিও। কেউ নিপুণকে নীরবে সমর্থন দিচ্ছেন, কেউবা বলছেন, এমন কাজ করাটা মোটেও ঠিক হয়নি। নির্বাচনে হেরে যাওয়ার এতদিন পর রিট করার মতো এমন একটি কাজ খারাপ দৃষ্টান্ত হয়ে রইল।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের আসনে বসার পর খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন নিপুণ। তার সহশিল্পী ছিলেন ফেরদৌস আহমেদ। তবে সিনেমাটি ব্যবসায়িক ভাবে মুখ থুবড়ে পড়ে। সে সময় সিনেমার বেশকিছু সংলাপ নিয়ে আলোচনা – সমালোচনা কম হয়নি। এ সময়ে নিপুণের প্রতিপক্ষ ডিপজলও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেন এবং অভিনয় করেন। যদিও এগুলোর ব্যবসায়িক সাফল্য নিয়ে শংকা থাকায় সিনেমাগুলো তিনি মুক্তি দেননি।
Leave a Reply