জমজমাট ডেস্ক
গত বৃহস্পতিবার (২৩ মে) নিজের ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে এক ভক্ত বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার এই ধরনের প্রশ্নের জবাব দিতে ভাল লাগে না, কিন্তু আমি এখন পুরোপুরি সিঙ্গেল। আমার এখনই মিঙ্গেল (সম্পর্কে জড়ানো) হওয়ার কোনও ইচ্ছা নেই। শুধু কাজ করব আর জীবন উপভোগ করব।’
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকা ও বলিউডে সমানতালে কাজ করা এ অভিনেত্রী ইতিপূর্বে সম্পর্কে জড়িয়েছিলেন চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে, তবে সেটা এখন অতীত। তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। বিষয়টি নিজেই স্পষ্ট করেছেন শ্রুতি হাসান।
সম্প্রতি তিনি আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন যাতে লেখা ছিল, ‘একটা উন্মত্তের মতো সফর ছিল, নিজের ব্যপারে এবং অন্য মানুষের ব্যাপারে অনেক শিখেছি। আমরা যা যা হতে পারি বা হওয়া প্রয়োজন তার জন্য কখনও দুঃখ পাওয়া উচিত নয়।
জানা যায়, বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর নাকি আলাদা হয়ে গিয়েছেন শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তারা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছেন। তাদের একত্রে তোলা ছবিও ডিলিট করেছেন।
দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গিয়েছে বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমায়। যেখানে তার নায়ক প্রভাস। বর্তমানে শ্রুতির হাতে রয়েছে ‘ডাকোট’, ‘আ লাভ স্টোরি’, ‘চেন্নাই স্টোরি’ ছবিগুলোর কাজ।
Leave a Reply