জমজমাট ডেস্ক
ফারহান আখতার ২০২১ সালে জানিয়েছিলেন ‘জি লে জারা’ নামে একটি ছবি তিনি তৈরি করতে চলেছেন। পাশাপাশি পরিচালক জানান, ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে।
ছবির ঘোষণা হতেই সিনে প্রেমীদের একাংশ মনে করেন ‘জিন্দেগি মিলেগি না দোবারা’র মতো আরেকটি ছবি আসতে চলেছে, তবে তা মহিলা কেন্দ্রিক। ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ নস্টালজিয়া, সঙ্গে দুর্দান্ত কাস্ট, ফলে সকলেই ছবিটি নিয়ে খুব উৎসাহ দেখিয়েছিল। যদিও সেই ঘোষণার পর বছর তিনেক কেটে গেলেও ছবি কাজ শুরু তো হয়নি, বরং মাঝে শোনা গিয়েছিল বন্ধ হয়ে যেতে পারে ছবিটি। কিন্তু সম্প্রতি কানাঘুঁষা শোনা যাচ্ছে আবার নাকি শুরু হচ্ছে ‘জি লে জরা’র কাজ।
একটা সময় ফারহান জানান ছবিটি আপাতত তিনি করছেন না। তারপর ডন ৩ -এর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত তা প্রকাশ্যে না এলেও গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কা চোপড়া নাকি ছবি থেকে সরে গিয়েছে। প্রিয়াঙ্কার পর গুঞ্জন ওঠে ক্যাটরিনাও নাকি ছবিটি করবেন না। মূলত ডেট ম্যাচ করা নিয়ে তৈরি হয় সমস্যার। অনেকেই প্রিয়াঙ্কা ও ক্যাটিনার জায়গায় কিয়ারা ও দীপিকাকে দেখা যেতে পারে এমন ধরনাও করে নেন। তবে সবটাই জল্পনা হয়ে থেকে যায়।
তবে সম্প্রতি নাকি ফের শুরু হতে চলেছে এই ছবির কাজ। সংবাদ মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘প্রি-প্রোডাকশনের কাজ শুরুর আগেই নাকি ‘জি লে জরা’র চিত্রনাট্যে ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছিল। তারিখের সমস্যার জন্য ছবির কাজ পিছিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়নি। চিত্রনাট্য সম্পূর্ণভাবে তৈরি এখন।’ ‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর এই ট্রিলজির তৃতীয় ছবির জন্য উৎসাহের সঙ্গে অপেক্ষায় অনুরাগীরাও।
অন্যদিকে, পরিচালক ফারহানও নাকি প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গিয়েছে। এবার যাতে ছবির কাজ শুরু করা যায় তার জন্য তিন নায়িকার ডেট মেলানোর চেষ্টা করছেন। শোনা গিয়েছে প্রিয়াঙ্কা নাকি শেষবার যখন ভারতে এসেছিলেন তখন ফিরে যাওয়ার আগে ফারহানের সঙ্গে দেখা করেছিলেন।
Leave a Reply