জমজমাট ডেস্ক
জনপ্রিয় -র্যাপার বাদশা, দেরাদুনে গ্রাফেস্ট ২০২৪-কনসার্টের সময় তার পারফরম্যান্স মাঝপথে বন্ধ করে দিয়ে সহকর্মী র্যাপার হানি সিংকে প্রকাশ্যে বিবাদ মিটিয়ে ফেলার আহ্বান জানান।
২৪শে মে অনুষ্ঠিত কনসার্টে বাদশা তার পারফরম্যান্স মাঝপথে বন্ধ করে বলেন “জীবনের একটি পর্যায়ে এক জনের বিরুদ্ধে ক্ষোভ পুষে রেখেছিলাম আমি। তবে এ বার সেই বিবাদ শেষ করতে চাই আমি। সমস্ত ক্ষোভ দূরে সরিয়ে রাখতে চাই। তাঁর নাম হানি সিংহ। কিছু ভুল বোঝাবুঝির কারণে হানির উপরে অসন্তুষ্ট ছিলেন ।
কিন্তু তার পরে তিনি উপলব্ধি করেন, তাঁরা যখন একসঙ্গে ছিলেন, তাঁদের জুটি ভেঙে দেওয়ার অনেক লোক ছিল, কিন্তু বিবাদ মিটিয়ে দেওয়ার লোক নেই। এর পরে তিনি বললেন, “আজ জনসমক্ষে জানিয়ে দিতে চাই, জীবনের সেই অধ্যায় পিছনে ফেলে এসেছি আমি এবং হানির জন্য শুভেচ্ছা রইল।”
বাদশা এবং হানি সিংকে ভারতের শীর্ষস্থানীয় র্যাপার হিসেবে গণ্য করা হয় । দুজনেই প্রথম তাদের কেরিয়ার শুরু করেছিলেন র্যাপ গ্রুপ মাফিয়া মুন্দিরের সদস্য হিসেবে, যেটিতে ইক্কা, লিল গোলু এবং রাফতারও ছিল। ব্যান্ডটি “খোল বোতল”, “বেগানি নার বুড়ি,” এবং “দিল্লি কে দিওয়ানে” সহ অনেক জনপ্রিয় র্যাপ গান করেছে।
বাদশা এবং হানি সিংয়ের মধ্যে শত্রুতা প্রথম দেখা যায় ২০০৯ সালে যখন এই জুটি মাফিয়া মুন্দির থেকে আলাদা হয়ে যায়। তারপর থেকে, উত্তেজনা ছড়িয়ে পড়ে, মাঝে মাঝে গান এবং সোশ্যাল মিডিয়াতে জনসমক্ষে একে অন্যের প্রতি কটাক্ষ ছুড়ে দিতেন ।
বাদশা এগিয়ে যেতে প্রস্তুত এবং একটি শান্তিপূর্ণ মিলনের কথা বলেছেন। দেরাদুন কনসার্টটি অবশ্যই হিপ হপ ভক্তদের আশার আভাস দিয়েছে যে দুই র্যাপার ভবিষ্যতের প্রকল্পগুলিতে সহযোগিতা করতে পারে।
Leave a Reply