শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

সানজিদা ‘বহিরাগত’, এমন মন্তব্যে নেটদুনিয়ার রোষানলে শারমিন সেহগাল

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

জমজমাট ডেস্ক

হীরামান্ডি সিরিজে অভিনয় করে একেবারেই মনে দাগ কাটতে পারেন নি শারমিন সেহগাল। মনে করছেন নেটিজনরা। নেটদুনিয়া জুড়ে তাই শরমিনের অভিনয় নিয়ে অনেকেই ট্রোল করেছেন। পরিচালক সঞ্জয় লীলা বনশালির ভাগ্নী হওয়ার কারণেই কী তাহলে অভিনয়ের সুযোগ পেলেন তিনি? এমন প্রশ্ন বহু লোকের মুখে।

সানজিদা শেখ ‘বহিরাগত’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সহ-অভিনেত্রীকে এভাবেই খোঁচা দিয়েছেন শারমিন সেহগাল। সেকথা শুনে অনেকেই তাঁর এই ধরনের মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন। ঠিক কী বলেছেন তিনি?

‘হীরামান্ডি’র মতো সিরিজে অভিনয় করেছেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, সানজিদা শেখ। তবে সেভাবে নিজের অভিনয় দিয়ে মনে দাগ কাটতে পারেননি অভিনেত্রী শারমিন সেহগাল। নেট দুনিয়ায় তাই শরমিনের অভিনয় নিয়ে ট্রোলের বন্য়া বইছে। পরিচালক সঞ্জয়লীলা বনশালির ভাগ্নী হওয়ার কারণেই কি তবে অভিনয়ের সুযোগ পেয়েছেন শারমিন? এমনই প্রশ্ন তুলেছেন অনেকে। তারই মাঝে এক সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী সানজিদা শেখ সম্পর্কে ‘বহিরগত’ মন্তব্য করে কটাক্ষের মুখে পড়েছেন শারমিন।

কিছুদিন আগে পরিচালক সঞ্জয়লীলা বনশালির প্রসঙ্গে সানজিদা শেখ বলেছিলেন, ‘উনি পারফেকশনিস্ট। তিনি কোনও কিছুই মাঝারি মানের চান না। আর তাই বনশালি যা তৈরি করেন তা শ্রেষ্ঠত্বের চেয়ে কম নয়। তিনি তাঁর উজ্জ্বল সৃজনশীলতা এবং নৈপুণ্যের জন্য সারা বিশ্বে সমাদৃত। তাঁর শিল্পীসত্বার পরিচয় ওটিটি-র পর্দাতেও পাওয়া যাবে বলে আমি আশা রাখি। তাই আমি মিস্টার বনশালিরসঙ্গে কাজ করার বিষয়টি বেশ উপভোগ করেছি’।

আর সানজিদা শেখের সেই কথা প্রসঙ্গেই শারমিন বলেন, ‘আমি মনেকরি সঞ্জয়লীলা বনশালির সম্পর্কে পারফেকশনিস্ট কথাটা খুবই সাধারণ একটা শব্দ। একজন বহিরাগত, যিনি তাঁর সঙ্গে এর আগে কখনও কাজ করেননি, তিনি হয়ত এই শব্দটি ব্যবহার করবেন। কিন্তু প্রকৃতপক্ষে বনশালি স্যার তার চেয়েও বেশিকিছু। যেকোনও বিষয়ের পরিবর্তন তিনি খুব সহজেই করতে পারেন। বিভিন্ন বিষয়ের চ্যালেঞ্জ রাখার ক্ষমতা রাখেন তিনি। শুধু তাই নয়, ম্যাজিকাল কিছু দেখানোর জন্য তিনি সবসময় তৈরি।’

শারমিন সেহগালের সাক্ষাৎকারের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই বেজায় বিরক্ত নেটঅঙ্গন। অনেকেই মনে করছেন শারমিনের এই মন্তব্যে ‘ভীষণই অপ্রয়োজনীয়’। কারোর মন্তব্য, ‘উনি খুব অহংকারী এবং এধরনের কথা অসম্মানজনক। সানজিদা সবটা যথেষ্ঠ ভালোভাবে সামলেছেন।’ অপরদিকে আরেকজন লেখেন, ‘যাঁরা সত্যিকারের কঠোর পরিশ্রম এবং নৈপুণ্যতার মাধ্যমে নিজেদের পথ প্রশস্ত করেছেন তাঁদেরকে এভাবে কথা বলার সাহস কীভাবে হয়?’

নেটফ্লিক্স-এ প্রচারিত এই শো ভারতীয় স্বাধীনতা পূর্বের পটভূমিতে তৈরি করা হয়েছে। সিরিজটি লাহোরের রেড-লাইট এলাকা হীরামান্ডি-কে তুলে ধরা হয়েছে। এই সিরিজের হাত ধরেই বহুদিন পর কামব্যাক করেছেন মনীষা কৈরলা। এই সিরিজে দেখা গিয়েছে সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, ফারদিন খান, তাহা শাহ বদুশা, শেখর সুমন এবং অধ্যয়ন সুমনের মতো অভিনেতাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ