জমজমাট ডেস্ক
অভিজাত পরিবারের শিক্ষিত সদস্যরাও টাকার লোভে নষ্ট পথে পা বাড়াচ্ছেন। বণে যাচ্ছেন দামী সোসাইটি গার্ল। মোটা অংকের টাকার বিনিময়ে ওরা বিভিন্ন ক্লাবে পুরুষদের সঙ্গ দিচ্ছেন, পশ্চিমা গানের তালে নাচছেন কিংবা হোটেল এবং গেষ্ট হাউজে রাত কাটাচ্ছেন। অনেক ক্ষেত্রেই এদের এসব নষ্ট কাণ্ডকীর্তি চলছে পরিবারের সদস্যদের সম্মতিতেই। এমন কথাও শোনা যায়, শিক্ষিত এবং কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরিরত কিছু পুরুষ তাঁদের স্ত্রীদের এসব কাজে নিজেরাই নামাচ্ছেন বাড়তি টাকা আয়ের উদ্দেশ্যে।
ঢাকা শহরে এসব সোসাইটি গার্লদের নিজেদের এক বা একাধিক ফ্ল্যাট, দামী গাড়ি সবই হয়ে যায় বছর ঘুরতে না ঘুরতেই।
এসব সোসাইটি গার্লদের বেশিরভাগ প্রায় প্রতি মাসেই বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার অজুহাতে ক্লায়েন্টদের সঙ্গ দেন। এদের মাঝে বিনোদন জগতের কিছু সদস্যও আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এসব অভিজাত সোসাইটি গার্লেরা বিদেশ ট্যুরে ক্লায়েন্টদের সঙ্গ দেয়ার জন্যে দিনপ্রতি পাঁচ শ ডলার থেকে শুরু করে এক লাখ ডলার পর্যন্ত “সার্ভিস চার্জ” নেন। আবার কেউকেউ দুবাই, মালয়েশিয়া, ভারত – এমনকি আমেরিকাতে ফ্ল্যাট ভাড়া নিয়ে এসব নষ্ট কারবার চালিয়ে প্রতিমাসে কোটিকোটি টাকা আয় করছেন।
সম্প্রতি ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পশ্চিমবঙ্গে নৃশংসভাবে খুন হবার ঘটনার সাথে শিলাস্তি রহমান নামের এমনই এক ‘সোসাইটি গার্ল’ সকলের দৃষ্টি আকর্ষণ করে। গত শুক্রবার আনার হত্যা মামলায় আদালতে তোলার সময় ক্যামেরা দেখে নিজেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ে শিলাস্তি রহমান।
জানা যায়, শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে। কিন্তু পুরান ঢাকায় বসবাস করা এই সুন্দরী বিত্তশালী আক্তারুজ্জামানের হাত ধরে পা রাখে রঙের দুনিয়ায়। মার্কিন পাসপোর্ট ধারী আনার হত্যা মামলার অন্যতম আসামী শাহীনের সাথে বিভিন্ন পার্টি ও অভিজাত ফ্লাটে সময় কাটাতো শিলাস্তি। পশ্চিমবঙ্গে এমপি আনার খুন হবার রাতেও আক্তারুজ্জামান শাহীনের ফুর্তিপার্টির আয়োজনে মনোরঞ্জনের প্রধান আকর্ষণ ছিলো এই শিলাস্তি রহমান ওরফে সেলে নিস্কি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিলাস্তির গ্রামের বাড়ী টাঙ্গাইলের নাগরপুর। বেড়ে ওঠা পুরান ঢাকায়। তবে বিত্তশালীর বাহুডোরে থাকার জন্য নিজে থাকতেন উত্তরার আলীশান ফ্লাটে। তদন্ত সূত্র হতে জানা যায়, এই শিলাস্তিকে ব্যবহার করে এমপি আনারকে কলকাতা নেওয়ার ফাঁদ তৈরি করেছিলো খুনের মাস্টার মাইন্ড শাহীন। আর এই “হ্যানি ট্র্যাপ’ -এ পা দিয়ে হয়তো খুন হয়েছে সংসদ সদস্য আনার।
আয়েশী জীবন-যাপন ও কম পরিশ্রমে অঢেল টাকা উপার্জন করার জন্য মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি অভিজাত পরিবারের শিক্ষিত মেয়েরাও সোসাইটি গার্ল হিসেবে নিজেকে উপস্থাপন করছে। মোটা অংকের টাকার বিপরীতে বিদেশ ভ্রমন, শপিং, বিলাশবহুল পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা এ যেন না চাইতেই স্বর্গসুখ।
অনুসন্ধানে জানা গেছে, এই সব সোসাইটি গার্লরা নিজেদের মাকের্টিং এর জন্যে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক রিল, ইন্সট্রাগ্রাম, টিকটক, বিগো এপ্যাস্ এর মতো একাধিক ডিজিটাল প্লাটর্ফম। এসব প্লাটফর্মে নিজেদেরকে অশালীনভাবে উপস্থাপন করে ক্লাইন্টদের দৃষ্টি আকর্ষণের জন্য। আর বিত্তশালী পুরুষরা নারী সঙ্গ পাওয়ার লালসায় এসব সোসাইটি গার্লদের নিয়ে বেড়িয়ে পরে ভিনদেশে । খরচ করে নিজেদের বৈধ অবৈধভাবে অর্জিত অঢেল অর্থ। অর্থলোভে সোসাইটি গার্লরাও জড়িয়ে পড়ে নানা ধরনের অপরাধ মূলক ও অসামাজিক কর্মকান্ডে।
Leave a Reply