বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

আম্বানী পুত্রের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান ইতালিতে , থাকছেন এ আর রহমান – শাকিরা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

জমজমাট ডেস্ক

মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়ে বলে কথা! বিয়ের তারিখ জুলাই মাসে। তবে প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল মার্চ মাস থেকে। এ বার দ্বিতীয় প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের পালা। একটি মাত্র প্রাক্-বিবাহ অনুষ্ঠানেই যে আড়ম্বর এবং হইহুল্লোড় সমাপ্ত হবে না, সেটাই তো স্বাভাবিক।

অনন্ত অম্বানী এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠান এ বার দেশে নয়, হবে বিদেশের মাটিতে। ইতালিকেই বেছে নিয়েছেন অম্বানীরা। রিহানার মতো আন্তর্জাতিক তারকা এসেছিলেন অনন্ত-রাধিকার প্রথম প্রাক্‌ বিবাহ অনুষ্ঠানে। এবারও নাকি চমক থাকছে। তাঁদের দ্বিতীয় প্রাক্‌ বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা। এ ছাড়া রয়েছেন ডুয়া লিপা ও এআর রহমান। কয়েক ঘণ্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?

২৮ থেকে ৩০ তারিখ— এই তিন দিন ধরে প্রাক্-বিবাহ অনুষ্ঠান চলবে অনন্ত এবং রাধিকার। প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে দক্ষিণ-ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইতালিতে ফিরবে। দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজ়ে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যে কোনও বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ। সেখানেই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা। তার জন্যে তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি টাকা। এমনিতে নাকি এই ধরনের অনুষ্ঠানে গাইতে ১০-১৫ কোটি নেন শাকিরা। তবে অম্বানীদের বিয়ে বলে কি দর খানিকটা বাড়ালেন সেই নিয়ে চলছে জল্পনা-কল্পনা!

শোনা যাচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভট— বলিউডের এই তারকা-দম্পতি নাকি অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক্-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। যদিও তাঁদের সঙ্গে অম্বানীদের পারিবারিক সখ্য বহু বছরের। ফ্রান্সের যে কোনও সাধারণ ক্রুজ়ে জনপ্রতি খরচ হয় ৪১ হাজার টাকা থেকে ৮৩ হাজার টাকা পর্যন্ত। কিন্তু অম্বানীর কনিষ্ঠ পুত্রের প্রাক্-বিবাহ অনুষ্ঠানের জন্য যে ক্রুজ বুক করা হয়েছে তার জনপ্রতি খরচ আরো বেশি, এমনটাই শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ