শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

ভিন্ন রূপে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার ‘দ্য কাপল সং’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

জমজমাট ডেস্ক

ভারতের জনপ্রিয় জুটি পুষ্পরাজ এবং শ্রীবাল্লির নতুন গান ‘আঙ্গারও’ “দ্য কাপল সং” রিলিজ হয়েছে। গানের জগতে এটি সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করেছে। পুষ্পা – ১ এর মতই পুষ্পরাজের ভূমিকায় আল্লু অর্জুন এবং শ্রীবাল্লির চরিত্রে রশ্মিকা মান্দানাকে দেখা যাবে। পুস্পা-২ সিনেমার প্রথম গান পুস্প পুস্প গানটি বেশ কিছুদিন হলো রিলিজ হয়েছে । এরই মধ্যে গানটি দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে। এর-ই ধারাবাহিকতায় পুস্পা-২ এর দ্বিতীয় গান ‘আঙ্গারও’ “দ্য কাপল সং” মুক্তি পেয়েছে।

এই গানটি ৬টি ভাষায় রিলিজ করা হয়েছে।’সুসেকি’ (তেলেগু), ‘আঙ্গারন’ (হিন্দি), ‘সুদানা’ (তামিল), ‘নোডোকা’ (কন্নড়), ‘কান্দালো’ (মালয়ালম), এবং ‘আগুনের’ (বাংলা),। গানটি সুর করেছে সুরকার দেবী শ্রী প্রসাদ। আর গানটিতে কন্ঠ দিয়েছেন মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল, একাধিক ভাষায় গান গাওয়ার অনন্য দক্ষতার সাথে, তার মন্ত্রমুগ্ধ কন্ঠে গানটিকে মুগ্ধ করেছেন।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা-২: দ্য রুল’ মুক্তি পাবে চলতি বছরের ১৫ অগাস্ট ৷ ছবির টিজার থেকে প্রথম গান ‘পুষ্পা অ্যান্থম’ হিট ছিলো দর্শকমহলে ৷ সবাই অপেক্ষায় ছিলো পুষ্পা-শ্রীবল্লিকে একসঙ্গে দেখার ৷ তাও পূর্ণ হল এবার ৷ আজ বুধবার সকালে গানটি মুক্তি পেতেই আল্লু ও রশ্মিকার অনস্ক্রিন-অফস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁল দর্শকদের ৷ মজার বিষয়, এইভাবেও গান মুক্তির প্রোমোশন করা যায়, তা কেউ পরিকল্পনাও করতে পারেননি ৷

প্রযোজনা সংস্থার তরফে ‘আঙ্গারও’ গানটি সোশাল মিডিয়ায় সামনে আনা হয় অন্যরকমভাবে ৷ কীরকম? ‘আঙ্গারও’-র মেকিংই এই গানের মূল ইউএসপি ৷ গণেশ আচারিয়া কোরিয়োগ্রাফিতে ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানে-গানে তৈরি হয়েছে ম্যাজিক ৷ শুটিং ফ্লোরের খুনসুটি থেকে বন্ধুত্বে নানা মুহূর্ত, কখনও ক্যামেরার পিছনে আবার কখনও সামনে, আল্লু আর্জুন-রশ্মিকার কেমিষ্ট্রিতে মুগ্ধ অনুরাগীরা ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ