বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

কল্কি ২৮৯৮ এডি’র ট্রেলারেই চমক, প্রভাসকে হারাতে ময়দানে বাংলার শাশ্বত!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

জমজমাট ডেস্ক

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। অসংখ্য পোস্টার, টিজার এবং বিলম্বের পরে, কল্কি ২৮৯৮ এডির ট্রেলার অবশেষে সোমবার প্রকাশ পেয়েছে। নাগ অশ্বিন পরিচালিত, ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, এবং দিশা পাটানি ৷

৩ মিনিটের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কাড়ল গ্রাফিক্সের চমক। খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘বাহুবলী’ তারকা প্রভাসের বিপরীতে খলনায়ক বাংলার ‘বব বিশ্বাস’।

প্রথম লুকে বাজিমাত করলেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকা পাড়ুকোন। পাশাপাশি এখন থেকেই আমেরিকায় অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে ৷

মূলতঃ এই ফিল্মটি হিন্দু ধর্মগ্রন্থ দ্বারা অনুপ্রাণিত। মুভিটিতে প্রভাস হিন্দু দেবতা বিষ্ণুর অবতার ভৈরব চরিত্রে অভিনয় করেছেন, অমিতাভ বচ্চন অমর অশ্বত্থামা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, কমল হাসান এবং দিশা পাটানি। সিনেমাটিতে দর্শকদের, ভৈরবের অনন্য জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। নতুন বিশ্বের প্রথম শহর কাশী সম্পর্কে বাচ্চাদের শেখার মাধ্যমে এটি শুরু হয়।

ট্রেলারটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি চলমান ক্ষমতার লড়াই এবং সুবিধাবঞ্চিতদের উপর ধারাবাহিক নিপীড়ন প্রকাশ করে। এটি ৬০০০ বছর ধরে বিদ্যমান একটি শক্তির প্রত্যাবর্তনের সূচনা করে। ভৈরব প্রকাশ করেন, তিনি এখন পর্যন্ত কোনো লড়াইয়ে হারেননি। এই যুদ্ধটি অবশ্য তার পক্ষে সহজ হবে না, কারণ ট্রেলারটিতে তাকে অনেক ভয়ঙ্কর বাধার মুখোমুখি হতে হবে তার একটি আভাস দিয়েই শেষ হয়েছে।

সিনেমাটি ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। বিলম্বের কারণে ‘কল্কি ২৮৯৮ এডি’এখন ২৭ জুন বিশ্বব্যাপী প্রিমিয়ার হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ