রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

৩০০০ শিশুর হার্ট সার্জারি করালেন গায়িকা পলক মুচ্ছল!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউডের বহু সিনেমায় গান গেয়েছেন পলক মুচ্ছল। তার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান হলো,চাহু ম্যায় আনা (আশিকি টু), কউন তুঝে (এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি), ঢোলিড়া (লাভযাত্রী), এক মুলাকাত (ড্রিম গার্ল) ইত্যাদি ।

বলিউড-এর এই সঙ্গীত শিল্পি ছোট বেলা থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত । এবার প্রায় ৩০০০ শিশুর জীবন বাঁচাতে বড় পদক্ষেপ নিয়েছে পলক। টাকা তুলে অর্থ সঞ্চয় করে এই শিশুদের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছেন । যার মধ্যে রয়েছে ইন্দোরের বাসিন্দা, ৮ বছর বয়সী আলোক সাহু।

১১ জুন এক শিশুর অস্ত্রোপচারের আগে সামাজিক মাধ্যমে একটা পোস্টে শেয়ার করে পলক বলেন, প্রার্থনা করুন যাতে সবকিছু ঠিকঠাক হয়। পলকের এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে যায়,নেটপাড়ায় অনেকেই তাঁকে ‘আরও একজন সোনু সুদ’ বলে উল্লেখ করেন।

এই উদ্যোগের বিষয়ে পলক বলেন, ‘আমি যখন এই মিশনটি শুরু করি তখন এটা ছোট উদ্যোগ ছিল, যে উদ্যোগ সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়েছিল। এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করে রয়েছে এমন ৪১৩ জন শিশু। আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যাঁদের বাবা-মা এর খরচ বহন করতে পারেন না, তাঁদের জন্য। এটা একটা দায়িত্ব মনে হয়. আমি যতই এগিয়েছি, ততয়ই এর প্রয়োজনীয়তার বিষয়টা বুঝতে পেরেছি। আমি সত্যিই খুশি যে ঈশ্বর আমাকে এই কাজের জন্য একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন’।

নিজের এই যাত্রাপথের কথা বলতে গিয়ে পলক বলেন, ‘আমি যখন অনেক ছোট, তখনই আমি এই উদ্যোগ নেওয়া শুরু করি। আমি গান শুরু করার অন্যতম কারণই ছিল এটা। শীতকালে ফুটপাতের নিচে বসে থাকা বাচ্চাদের জন্য আমার সবসময় অপরাধবোধ হত। যাঁদের নিজেদের শরীর ঢেকে রাখার জন্য প্রয়োজনীয় কাপড়টুকুও নেই। আমি যে ট্রেনে যাতায়াত করি, তারাই সেখানকার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। তাঁদের সুস্থ জীবন দিতে দায়িত্ব অনুভব করি।

তহবিল সংগ্রহের জন্য আমার যে প্রথম মিশন ছিল, সেটা হল কার্গিল সৈন্যদের জন্য। দোকানদারদের কারগিল সৈন্যদের জন্য কিছু দান করতে বলেছিলাম। আমার ভাই, পলাশ এবং আমি প্রথমবার গেয়েছিলাম, তখন রাস্তায় বসবাসকারী এক শিশু আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিল। তারপর থেকে আমার করা প্রতি কনসার্ট হার্ট সার্জারির সুবিধার্থে নিবেদিত ছিল।’ ‘উড় জা কালে কাভা’ গায়িকা পলক মুচ্ছলের সমাজসেবামূলক কাজ ও গানের কেরিয়ার একে অপরের সঙ্গে সম্পৃক্ত।

পলক সবশেষে বলেন, ‘যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনও কাজ ছিল না, তখনও আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধুমাত্র শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে। আমার গান যত জনপ্রিয় হতে থাকে ততই আমার পারিশ্রমিক বাড়তে থাকে। আমি এখন কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি, তা থেকেই ১৩-১৪টি শিশুর অস্ত্রোপচার সম্ভব। আমি গানকে সবসময় সমাজে পরিবর্তন আনার মাধ্যম হিসেবে দেখেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ