সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

স্বর্ণের তৈরি পোশাকে আম্বানি পুত্রবধূ!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

জমজমাট ডেস্ক

ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির দ্বিতীয় প্রি-ওয়েডিং বলেকথা। খরচ করেছেন উজার করে, আয়োজনের কোন কমতি ছিলোনা। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং পার্টি ছিল চোখে পড়ার মতো।

যেখানে অংশ নিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, বিল গেটস থেকে শুরু করে বিশ্বের নামি দামী রথীমহারাথীরা। সপ্তাহখানেক ধরে চলেছে সেই আয়োজন।

বলিউড বাদশাহ শাহরুখ খান, পপ তারকা রিয়ানা- সকলেই এক ছাদের নিচে একত্রিত হয়েছিলেন অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানের কারণে।

সেই অনুষ্ঠানেই ধনকুবের সন্তানের বিয়ের আয়োজন সমাপ্তি হয়নি। প্রথম প্রি ওয়েডিং অনুষ্ঠানের পর এবার দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে এক বিলাসবহুল ক্রুজে।

যেখানে আম্বানিদের আমন্ত্রণে হাজির হয়েছিলেন কেটি পেরি, পিটবুলের মতো আন্তর্জাতিক খ্যাতিমান তারকারা। ভারত থেকে উড়াল দিয়েছেন বলিউডের শিল্পীরাও।

তবে দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে তারকাদের উপস্থিতির চেয়েও বেশি আলোচনার সৃষ্টি করেছে কনে রাধিকা মার্চেন্টের পোশাক ও সাজ। বিশেষ করে পুরো আয়োজনে তিনটি ভিন্ন পোশাকে নজর কেড়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে সাদা-কালো একটি গাউনে হাজির হয়েছিলেন শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা। যেই গাউনের বিশেষত্ব ছিল একটি চিঠি। রাধিকার ২২তম জন্মদিনে অনন্ত আম্বানি যে চিঠিটি লিখে উপহার দিয়েছিলেন, সেটিই প্রিন্ট করা হয়েছে এই পোশাকে।

যেখানে লেখা ছিল, ‘আমি সব সময় জীবনসঙ্গী হিসেবে তোমার মতো কাউকে খুঁজছিলাম। তুমি আমার স্বপ্নকে ছাড়িয়ে গেছো।’ এই গাউনের নকশা করেছেন লন্ডনের ফ্যাশন ডিজাইনার রবার্ট উন।

এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, অনন্ত জন্মদিনে আমাকে একটা লম্বা চিঠি লিখে পাঠিয়েছিল। আমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটিই ছিল চিঠির মূল বিষয়। চিঠিটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম। এটা নিয়ে বিশেষ কিছু একটা করতে চাচ্ছিলাম। কেননা এটা এমন একটা সম্পদ যা আমার সন্তান, নাতি-নাতনিদের দেখাতে পারবো। আর বলতে পারবো, দেখো, এটা আমাদের ভালোবাসার গল্প।

দ্বিতীয় যেই পোশাকটি আলোচনার সৃষ্টি করেছে সেটি সোনার পাত দিয়ে তৈরি। পোশাকটি তৈরি হয়েছে নিখুঁতভাবে শরীরের মাপ নিয়ে তৈরি হয়েছে ছাঁচ। যেন শরীরের ভাঁজ আর বাঁকগুলোতে ঠিকঠাক বসে যায়।

এভাবেই তৈরি হয়েছে ক্রপ টপ আর স্কার্টের নিচের অংশ বডি হাগিং স্কার্টটি তৈরি করেছেন নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার গ্রেস লিং। তোগা পার্টি কনসার্টে এই স্কার্টটি পরেন রাধিকা।

এই অনুষ্ঠানেই রাধিকার একটি গাউন ছিল ‘কুইন’ থিমে তৈরি। সাটিন ড্রেপড এ গাউনের বিশেষত্ব স্কার্টের মতো ছড়ানো টেইলে। সঙ্গে সিল্ক আর ক্রিস্টালের ফুলগুলোও নজর কেড়েছে আলাদাভাবে। গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে মাথার মুকুট। অস্ট্রেলীয়ান ফ্যাশন ডিজাইনার তামারা রালফ পোশাকটির নকশা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ