জমজমাট ডেস্ক
সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল যুগলের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে বিশেষ এই দিনেই নতুন জীবন শুরু করলেন নবদম্পতি। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেছেন সোনাক্ষী।
বলিউডের চিরচেনা ঢাক-ঢোল বাজিয়ে নয় । নিজের বাড়িতে, ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে দীর্ঘ দিনের প্রেমিক জাহিরকে বিয়ে করলেন সোনাক্ষী সিন্হা।
রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জাহিরের রিসেপশনের অনুষ্ঠান। নিমন্ত্রিত অতিথিদের জন্যও ছিল বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।
একে একে তারকারা এলেন সোনাক্ষী-জাহিরের বিয়েতে। তবু কার জন্য উদগ্রীব ছিলেন সবাই?
আনন্দ বাজার সূত্রে: সকালে আইনি মতে বিয়ে। বিকেলে বলিউডের বন্ধুদের নিয়ে জমিয়ে নাচ, গান রিসেপশনের অনুষ্ঠান। কাজল, টাবু, সায়রা বানু থেকে রেখা সহ শত্রুঘ্ন সিন্হার মেয়ের বিয়েতে এসেছিলেন বলিউডের একটা বড় অংশ। কিন্তু সকলের অপেক্ষা ছিল কখন আসবেন ‘দাবাং’ নায়িকা সোনাক্ষীর নায়ক চুলবুল পাণ্ডে। কথা হচ্ছে সালমান খানকে নিয়ে। তিনি শুধুই সোনাক্ষীর নায়ক তেমনটা নয়, সোনাক্ষী-জাহিরের প্রেমের ‘ঘটক’ও। তাই তিনি আসবেন না, তা কী হয়! বেশ গভীর রাতে রিসেপশনের অনুষ্ঠান কক্ষে হাজির হলেন সালমান।
গত কয়েক মাস ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেতা। তাই যেখানেই যাচ্ছেন, নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখে নিতে হচ্ছে। এ দিন সোনাক্ষী-জাহিরের বিয়ের অনুষ্ঠানে তিনি এলেন কড়া নিরাপত্তার মধ্যদিয়ে। পরনে কালো রঙের টাক্সিডো স্যুট, মুখে চেনা গাম্ভীর্য।
সালমানকে দেখেই হাঁকডাক শুরু করেন আলোকচিত্রীরা। কিন্তু বিন্দুমাত্র কর্ণপাত না করেই সোজা এগিয়ে যান তিনি। তবে খুব বেশিক্ষণ থাকেনি সেখানে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ও সোনাক্ষীর মা-বাবার সঙ্গে কুশল বিনিময় করেই অনুষ্ঠানের আসর থেকে বিদায় নেন সালমান। তবে সোনাক্ষী ও জাহিরের বিয়েতে সালমান খুব বেশি সময় না থাকলেও ভাগ্নি আলিজেহকে নিয়ে এসেছিলেন সলমনের ভাই আরবাজ় খান। স্বামী আয়ুষ শর্মার সঙ্গে আসেন অর্পিতা খান। তিনি নাকি জাহিরের স্কুলের সহপাঠী।
এ দিন নবদম্পতির সঙ্গে ছোট একটি ভিডিও ‘পোস্ট’ করেন কাজল। সেখানে দেখা যাচ্ছে, সোনাক্ষী ঢোলের তালে তালে নাচতে নাচতে কাছে ডেকে নিচ্ছেন স্বামী জাহিরকে। এক কথায় নাচে, গানে পরিপূর্ণ ছিল সোনাক্ষী-জাহিরের রিসেপশনের রাত।
Leave a Reply