জমজমাট ডেস্ক
শাহরুখ খানের জাওয়ান সিনেমা দিয়ে বলিউডের বক্স অফিসে ঝড় তুলেছিলেন পরিচালক অ্যাটলি কুমার। সেই অ্যাটলি এবার ইতিহাস গড়তে যাচ্ছে। একসঙ্গে ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে নিয়ে তৈরী করতে যাচ্ছে তার নতুন সিনেমা। একজন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই ভিন্ন আয়োজন, সিনেমা যে দিন মুক্তি পায় সেই দিন ভারতের বিভিন্ন শহরে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকেরা। আরেকজন বলিউড ভাইজান সালমান খান। নামের মতো তার জনপ্রিয়তাও আকাশচুম্বী। এবার এই দুই মহাতারকাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন আরেক তারকা পরিচালক অ্যাটলি কুমার।
খবর : বলিউড হ্যাঙ্গামা সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সবে মাত্র প্রাথমিক কথা বার্তা চলছে। এটি হতে যাচ্ছে অ্যাটলি এবং ভারতের ইতিহাসের বচেয়ে বড় সিনেমা। এমনটাই জানিয়েছে নির্মাতার সূত্র।
জানা যায়, নতুন এই সিনেমার জন্য অ্যাটলি বিগত দুই বছর ধরে রজনীকান্ত ও সালমানের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এ দুজনের শিডিউল না পাওয়ায় কাজটি সামনের দিকে অগ্রসর হয়নি। এখন প্রাথমিক কার্যক্রম প্রায় শেষের দিকে। এ বছরের শেষ নাগাদ শুরু হবে এর শুটিং। সিনেমাটি প্রযোজনা করবে সান পিকচার্স।
বর্তমানে রজনীকান্ত! ‘কুলি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া সালমান খান ব্যাস্ত আছেন ‘সিকান্দার’ নিয়ে। এই দুটির কাজ শেষ করেই তারা অ্যাটলির নতুন সিনেমার জন্য প্রস্তুত হবেন।
অ্যাটলি এই বছরের শেষেই ছবিটি পাকাপাকি করবেন। এছাড়া বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শ্যুটিং হবে। তবে কোন দেশে, তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম।
কাজের দিক দিয়ে, সালমান খানকে শেষ দেখা গিয়েছিল “টাইগার ৩”-এ, আর রজনীকান্ত “লাল সালামে” একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।
Leave a Reply