জমজমাট ডেস্ক
‘স্ত্রী ২’ মুক্তির আগেয় আরও একটি ভৌতিক ছবির পরিকল্পনা সেরে ফেললেন পরিচালক,প্রযোজক দীনেশ বিজন। ভৌতিক ঘরানার এই ছবিতে থাকবে কমেডির ছোঁয়া। এই ছবিতে দর্শক প্রথমবার দেখতে চলেছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা-এর জুটিকে। প্রাথমিক ভাবে ছবির নাম ‘ভ্যাম্পায়ারস অব বিজয়গর’ ঠিক হয়েছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিত্য সরপোতদার। দীনেশ বিজনের প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস-এর ব্যানারে মুক্তি পাবে ছবিটি।
মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির চিত্রনাট্য তৈরির কাজ। একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির নির্মান কাজ। এই বছর নভেম্বরে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা। ভৌতিক ছবিতে রশ্মিকাকে দেখার জন্য উৎসাহিত অভিনেত্রীর অনুরাগীরা। আয়ুষ্মানের সঙ্গে রশ্মিকার জুটিকে প্রথমবার বড়পর্দায় আনার জন্য বানিজ্যিক সাফল্যের আশায় রয়েছেন নির্মাতারা।
জানা গিয়েছে, ‘হরর-কমেডি’ ছবি বানাতে সুদক্ষ দীনেশ বিজন। ২০১৮ সালে তাঁর প্রযোজনায় মুক্তি পায় ‘স্ত্রী’। তারপর ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে তার সিক্যুয়েল তৈরি হচ্ছে। আগামী ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্ত্রী ২’। এবার রাজকুমার-শ্রদ্ধার সঙ্গে দেখা যাবে তমান্না ভাটিয়াকেও। দর্শক মহলে উৎসাহও রয়েছে এই ছবি নিয়ে।
প্রসঙ্গত, এর আগে দীনেশ বিজনের সঙ্গে ‘বালা’ ছবিতে কাজ করেছেন আয়ুষ্মান। আগামীতে অভিনেতাকে মেঘনা গুলজারের পরিচালনায় করিনা কাপুরের বিপরীতে দেখা যাবে। অন্যদিকে রশ্মিকার হাতেও রয়েছে একাধিক ছবি। ‘পুষ্পা ২’-তে আবারও ঝড় তুলবেন তিনি। এছাড়াও রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল পার্ক’-এ দেখা যাবে তাঁকে এবং বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে ‘সিকান্দর’ ছবিতে দেখা মিলবে রশ্মিকার।
Leave a Reply