জমজমাট ডেস্ক
বিজয় থালাপতি ও তৃষা কৃষ্ণণ। এই দুই দক্ষিণী তারকাকে নিয়ে গুঞ্জন অনেক দিনের। মঙ্গলবার নতুন করে সেই গুঞ্জনে যেন ঘি দিলো। সোমবার বিজয়ের জন্মদিন ছিল। উদ্যাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন দক্ষিণী নায়িকা। সেখানেই ফাঁস, প্রেম ছাড়িয়ে আরও গভীরে তাদের সম্পর্ক। বিনোদন দুনিয়া বলছে, বিজয়-তৃষা নাকি লিভটুগেদারে আছেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা জুটি বিজয় থালাপতি ও তৃষা। তবে বিজয় এখন রাজনীতিতে পা দিয়ে জনপ্রিয় নেতাও হয়েছেন। অন্যদিকে, তৃষাও সিনেমা নিয়ে দারুণ ব্যস্ত। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ফাঁস হল তৃষা ও বিজয়ের বেশ কিছু ছবি। যা দেখে একেবারেই স্পষ্ট তৃষা ও বিজয় লিভ ইন সম্পর্কে রয়েছেন। এমনকী, ফাঁস হওয়া ছবিতে, বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেছেন অনুরাগীরা। তাদের দাবি, শুধু প্রেম নয় একত্রবাস করছেন এই তারকা যুগল।
এই প্রেমের গুঞ্জন শুরু হয় বিজয় এবং তৃষা ২০০৫-এ অভিনীত ‘গিলি’ ছবি থেকে। তারপর ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো ছবিতেও জুটি বাঁধলেন তাঁরা। তবে হঠাৎই ২০০৮-এ তাঁরা জুটি বেঁধে ছবিতে অভিনয় বন্ধ করে দেন। শোনা গিয়েছিল, বিজয়ের পরিবার তাঁর উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়েছিল। তখন প্রকাশ্যে বিজয় ও তৃষা জানিয়ে ছিলেন, তাঁরা শুধুই বন্ধু। ১৫ বছর পর সব রটনা সরিয়ে ফের তাঁরা জুটিতে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে।
সেই ফ্রেম থেকেই আবার প্রেমের গুঞ্জন শুরু। আর এবার তো রীতিমতো এই প্রেমের প্রমাণ পেলেন অনুরাগীরা। সোমবার বিজয়ের জন্মদিন উদ্যাপনের পর বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেছেন অনুরাগীরা। তাদের দাবি, শুধু প্রেম নয় লিভটুগেদারে আছেন এই যুগল।
Leave a Reply