জমজমাট ডেস্ক
অনেক জল্পনা-কল্পনার পর গত ২৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। ৭ বছর প্রেমের সম্পর্ক ছিলো তাঁদের। তবে বিয়ের সপ্তাহ খানেক যেতে না যেতেই তাঁদের ছুটতে হলো হাসপাতালে।
গত শুক্রবার বিকেলে জহির ও সোনাক্ষী একটি সাদা রঙের মার্সিডিজ গাড়িতে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে যায়। আর পাপারাজ্জিদের আড়াল করে সেখান থেকে বেড়িয়ে আসেন। এই ভিডিও ভাইরাল হলে আবার নতুন করে আলোচনায় আসে ইকবাল-সোনাক্ষী। আলোচনা উঠেছে সোনাক্ষী অন্তঃসত্বা।
অনেকের ধারণা, ‘বিয়ের আগেই সম্ভবত গর্ভধারণ করেছেন অভিনেত্রী! ‘কারণ, গত রোববার নিজস্ব অ্যাপার্টমেন্টে শুধু প্রিয়জনদের সাক্ষী রেখেই আইনি বিয়ে সারেন খুব সাধারণভাবে। বিয়ের পোশাকেও আর পাঁচজন বলিউড নায়িকার মতো ফ্যাশন ডিজাইনারের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেননি তিনি। মা পুনম সিনহার বিয়ের শাড়ি পরেই কাগুজে বিয়ে সারেন সোনাক্ষী।
কেউ কেউ এমনও বলেছেন, বলিউডে এসব নতুন কিছুনা। আলিয়া ভাট নিজেও বিয়ের আগে অন্তঃসত্বা ছিলেন। স্বরা ভাস্করও পড়েন সেই তালিকায়। সেখানে সোনাক্ষীর ক্ষেত্রে অবাক ভাবার কী আছে? আবার কেউ কেউ বললেন… এই কারণেই হয়তো হঠাৎ করেই বিয়ে করলেন। যদিও বা, বিয়ের সময় সোনাক্ষীর শরীর দেখে ধারণা করা যায় নি যে তিনি অন্তঃসত্বা হতে পারেন। কেউ কেউ সহমত জানিয়েছেন তাঁদের। বলেছেন, দুজনেই প্রাপ্ত বয়স্ক। সেক্ষেত্রে বাবা মা হলে দোষ কোথায়?
কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হলো সোনাক্ষীকে, বাবা শত্রুঘ্ন সিনহা বলেন রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেজন্যই নবদম্পতিকে হাসপাতালে যেতে হয়।
Leave a Reply