জমজমাট ডেস্ক
তারকাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ার সম্পর্কে জানার কৌতূহল ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সবসময় বিরাজ করে। আর সেই তারকা যদি হয় মেয়ে বা নারী, তাহলে সেই কৌতূহলের মাত্রা দ্বিগুন বেড়ে যায়। এমন অবস্থায় যদি সেই তারকার ফোন নম্বর ছড়িয়ে পড়ে তাহলে সেই বিষয়টি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে ভালো লাগলেও, বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় তারকারা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কিছুদিন আগেই ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা হিট হওয়ার পর সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে অভিনেত্রী আদা শর্মার ফোন নম্বর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় খুবই বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি। আর এবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর সঙ্গে।
গত শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এ কথা জানান শ্রীলেখা। তিনে বলেন, ‘কিছু অজ্ঞাত লোক আমার নাম ব্যবহার করে ফোন নম্বর ছড়িয়ে দিয়েছে। যেটি ঘটানো হয়েছে টেলিগ্রামকে ব্যবহার করে। ফলে কয়েকদিন ধরে অন্তত ১০-১৫ টা অপ্রয়োজনীয় ফোন এসেছে। এমনকি তাদের দাবি, আমার নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। কার পাকা ধানে মই দিলাম, ভাবছি।’
শুধু তাই নয়। ওই পোস্টের শেষেই শ্রীলেখা আরেকটি বিস্ফোরক প্রশ্ন রেখেছেন যে, ‘তুমি যে-ই হও না কেন, আমি কেন তোমাদের জন্য হুমকি হতে যাব?’ বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয় শ্রীলেখা মিত্র। ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে তার। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। ফলে স্পষ্ট কথা বলার জেরে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। কলকাতার পাশাপাশি এখন মুম্বাইতেও যাওয়া আসা রয়েছে শ্রীলেখার। সম্প্রতি সুধীর মিশ্রর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে কলকাতা ছেড়ে সেখানে গেঁড়ে বসার চিন্তা নেই তার।
Leave a Reply