শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

কিস্তির টাকা শোধ করতে না পারায় একমাত্র গাড়িটি খোয়াতে হলো শাহরুখকে!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

জন্মসূত্রে অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে, দিল্লির বাসিন্দা। বর্তমানে বলিউডের ‘বাদশা’ তিনি। গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা। বলিউড তথা হিন্দি বিনোদন জগতে কাটিয়ে ফেলেছেন তিন দশকের বেশি সময়। রোম্যান্টিক নায়ক থেকে শুরু করে অ্যাকশন হিরো— সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। অনুরাগীদের কাছে তিনিই ‘কিং খান’। বক্স অফিস পরিসংখ্যানে গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-র হাত ধরে হিটের হ্যাটট্রিক করেছেন শাহরুখ, সাফল্যের শীর্ষে পৌঁছেগেছেন। তবে একটা সময় ছিল যখন কিস্তির টাকা শোধ করতে পারেননি বলে খোয়াতে হয়েছিল তার একমাত্র গাড়ি।

শাহরুখের বলিউড সফরের একেবারে প্রথম থেকেই তাঁর খুব ভালো বন্ধু ও সহ-অভিনেতা অভিনেত্রী জুহি চাওলা। এই বন্ধুত্ব দীর্ঘ দিনের । জুহি জানান, দেনা শোধ করতে না পারায় শাহরুখকে একসময় খোয়াতে হয় তাঁর একমাত্র গাড়ি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী শেয়ার করেন, ১৯৯২ সালে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবিতে এক সঙ্গে কাজ করছিলেন। এ ছাড়াও দিব্যা ভারতীর সঙ্গেও একটি ছবি করছিলেন। হাতে ছিল ‘দিল আশনা হ্যায়’ ছবি। জুহি বলেন, “সেই সময় শাহরুখ তিন বেলা কাজ করত। কোথায় থাকত, তা জানাছিলো না। শুটিংয়েই খেত, সেখানেই থাকত, ইউনিটের সকলের সঙ্গে বেশ হাসি- ঠাট্টা করত। আমার ধারণা, তার তখন থাকার তেমন বন্দোবস্ত ছিল না। এক দিন দেখলাম ওর কালো গাড়িটি নেই। কিস্তির টাকা শোধ করতে না পারায় তার গাড়িটি  নিয়ে যায় সেই সময়। আর আজ দেখুন সে কতটা সফল ।

এই মুহূর্তে তিনিই দেশের অন্যতম বিত্তবান তারকা। শুধু দেশেই নয়, গোটা বিশ্বের সব থেকে ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। তবে কর্মজীবনের প্রথম থেকেই এই প্রতিপত্তি ছিল না বলিউডের ‘বাদশা’র। অনেক লড়াই ও পরিশ্রমের পরে বিনোদন জগতে নিজের এই জায়গা তৈরি করেছেন শাহরুখ।

আজ, শাহরুখ খান বিলাসবহুল একাধিক গাড়ির মালিক এবং মুম্বাইয়ের বান্দ্রায় রয়েছে আইকনিক সমুদ্র-মুখী বাংলো, মান্নাত। মজার বিষয় হল, মান্নাতে পটভূমিতে তাদের ১৯৯৭ সালের চলচ্চিত্র ইয়েস বস-এর ‘চাঁদ তারে’ গানের শুটিং হয়েছে।

পেশাদার জীবনের কথা বলতে গেলে, শাহরুখ খান এখন তার আসন্ন চলচ্চিত্র কিং-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর জুহি চাওলা শেষ পর্দায় উপস্থিতি হয়েছিলেন দ্য রেলওয়ে মেন-এ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ