মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

৮১-তেও সম্ভব, অমিতাভের কাণ্ড দেখে, মুগ্ধ অভিষেক!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। টানা ৫০ বছরের বেশি সময় ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন। মিস্টার বচ্চন, বলিউডের এই অ্যাংরি ইয়াং ম্যান ৮১-তেও ঝড় তুলছে পর্দায়। ছবিতে তিনি থাকা মানেই এক ধাক্কায় ওই ছবিটি দর্শকদের মনে আলাদা ভাবে জায়গা করে নেয়। কখনও অ্যাকশন কখনও আবার রোম্যান্স। তিনি সবকিছুতেই যেন পারদর্শী। কখনও ব্রহ্মাস্ত্র, কখনও আবার কল্কি, এভাবে দাপটের সঙ্গে অ্যাকশনের বিপরীতে থাকা চরিত্রকে কাত করা যায়, তা যেন বিশ্বাসই করতে পারছেন না অনেকে। ২৭ জুন মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমা ‘কাল্কি ২৮২৮ এডি’।

মহাভারত-এর প্রেক্ষাপট নিয়ে তৈরী হয়েছে ছবিটি। যেখানে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। যিনি শতকের পর শতক ধরে অপেক্ষা করছেন বিষ্ণুর দশম অবতারের জন্মের জন্য। তাঁর কাজ সেবা করা। তাতেই তাঁর মুক্তি। তিনি অমর, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। ফলে দক্ষিণের ধামাকা অ্যাকশনের মুখে অমিতাভ বচ্চন হয়ে উঠলেন আসল হিরো। বিপরীতে থাকা বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়, কখনও আবার দক্ষিণের প্রভাস, নিমিষেই তাদেরকে মেরে উড়িয়ে দিচ্ছেন। চোখে মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। তবে শরীরে এক আলাদা তেজ। তাঁর চোখের চাহনিতেই যেন আগুন ঝরছে। তিনিই রক্ষা কর্তা, পর্দায় বাবার এই কাণ্ড দেখে অবাক হয়ে থাকলেন অভিষেক বচ্চন।

কেন তিনি বলিউডের শাহেনশাহ আরও একবার প্রমাণ পেল দর্শকেরা। ছবি মুক্তির তিনদিনের মাথায় বচ্চন পরিবার এক সঙ্গে এই ছবি দেখেন। বাবাকে পাশে বসিয়ে ছবিটি দেখেছেন অভিষেক বচ্চন। আর তা দেখেই রীতিমত মুগ্ধ তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভোর রাতেই হাজির জুনিয়ার বচ্চন। বাবার এই মাস্টার স্ট্রোক দেখে তিনি লিখলেন ‘WOW’. এর বাইরে তিনি যেন আর কোনও ভাষাই খুঁজে পেলেন না লেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি এখন ভাইরাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ