বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

বলিউড ভাইজান সালমান খানের জীবনের মূল্য মাত্র ২৫ লাখ রুপি!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

চলতি বছরে পর পর দু-বার বলিউড ভাইজানের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে এসে দুই ব্যক্তি গুলি চালিয়ে পালিয়ে যান। তারপর থেকে ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে বিষ্ণোই গ্যাংয়ের সালমান হত্যার ব্লু প্রিন্টের কথা। এবার মুম্বই পুলিশের তরফে একটি নতুন চার্জশিট পেশ করা হয়েছে ৫ জন অভিযুক্তের নামে। যাঁরা সলমন খানকে হত্যার পরিকল্পনা করেছিলেন। সেখান থেকেই প্রকাশ্যে এলো ভঙ্কর সব তথ্য।

কী জানা গেল মুম্বই পুলিশের চার্জশিট থেকে? মুম্বইয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্তরা সকলেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

এই চার্জশিটে জানানো হয়েছে বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে ২৫ লাখ রুপিতে চুক্তি করা হয়েছিল অভিযুক্তদের। তাঁরা যেনো সালমান খানকে হত্যা করেন। ২০২৩ সালের অগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়। পুলিশের তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছে এবং আরও নিয়ে আসার পরিকল্পনা করছিলেন। এর মধ্যে ছিলো একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল, ইত্যাদি। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল।

গোটা ষড়যন্ত্র যে কেবল অস্ত্র আনানো নিয়ে হয়েছিল সেটাই নয়, রীতিমত নজরদারি চালানো হয়েছিল অভিনেতার উপর। প্রায় ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ করা হয়েছিল। যাতে তাঁরা সকলে সালমান খানের চলাফেরার উপর নজর রাখতে পারেন। ভাইজানের মুম্বইয়ের পানভেলের ফার্মহাউজ থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি, এছড়া তিনি যেখানে যেখানে নিয়মিত শ্যুটিংয়ে যেতেন সেসব জায়গায় তাঁকে অনুসরণ করত বিষ্ণোই গ্যাংয়ের লোকজন।

এছাড়া এই চার্জশিটে জানানো হয়েছে সলমনকে হত্যার জন্য ১৮ বছরের কম বয়সি কিশোরদের নিয়োগ করা হয়েছিল। তারা অপেক্ষায় ছিলেন কবে তারা গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণোইয়ের থেকে হত্যা করার হুকুম পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ