জমজমাট ডেস্ক
টাইগার শ্রফের কাছ থেকে শরীরচর্চা প্রশিক্ষনের পাশা-পাশি প্রেমের গুঞ্জনও ছিল দিশার। তাহলে এই অভিনেত্রীর হাতের উল্কি-তে কোন তারকা রয়েছেন?
বলিউডের একশ্যান হিরো টাইগার শ্রফের সঙ্গে অভিনেত্রী দিশা পটানির সম্পর্ক ছিল। দুজনের সম্পর্ক ছিল খোলা বইয়ের মতো। প্রায় ছয় বছর এই দুই তারকার সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের কথা শুনলেই নাকি গায়ে জ্বর আসত টাইগারের। তবে সংসার করার ইচ্ছা ছিল দিশার। দুইজনের ইচ্ছা এক না হওয়ায় ভেঙে যায় তাদের দীর্ঘ দিনের সম্পর্ক। তবে টাইগারের সঙ্গে বিরহের রেশ কাটতে না কাটতেই দিশার জীবনে এসেছে নতুন প্রেম।
প্রেমিক শরীরচর্চার সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্স। এই মুহূর্তে আলেকজান্ডারের সমাজ মাধ্যমের পাতা জুড়ে শুধুই দিশার ছবি। মুম্বই শহরের আনাচে কানাচে তাঁদের ঘুরতে দেখা গিয়েছে । কিন্তু সেই দিশাই টাইগার থেকে আলেকজান্ডার সকলকে ভুলে হাতে উল্কি করালেন ‘কল্কি’ তারকা প্রভাসের!
এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলছে প্রভাস অভিনীত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত এই ছবি। ‘বাহুবলী’র পর থেকে প্রভাস কেরিয়ারে একের পর এক ব্যর্থতা একাই ঢেকে দিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’।
এদিকে দিশা হাতে লিখেছেন ‘পি ডি’। গুঞ্জন উঠেছে ‘কল্কি’ ছবির শুটিংয়ের সময় থেকে কাছাকাছি আসেন দিশা ও প্রভাস। শুটিংয়ের পর একসঙ্গে আড্ডাও মারতেন তাঁরা। শুধু তাই নয়, হায়দরাবাদের নানা রেস্তরা ও ক্যাফেতেও একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। এর পর পরই অভিনেত্রীর হাতের ‘পি ডি’ লেখা উল্কি দেখে নেটিজেনদের একাংশের ধারণা এটার অর্থ ‘প্রভাস ডার্লিং’। যদিও দিশা পটানি নিজের বা হাতের এই উল্কি নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি।
Leave a Reply