জমজমাট ডেস্ক
কাট্টপ্পা খ্যাত প্রবীণ অভিনেতা সত্যরাজ ফাঙ্কির একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভক্তরা অনুমান করছেন যে এই নতুন স্টাইলটি কোন চলচ্চিত্রের জন্যে। রজনীকান্তের বহুপ্রতীক্ষিত ছবি “কুলি” নাকি সালমান খানের “সিকান্দার”। অভিনেতা, তার বহুমুখী ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত। লম্বা সাদা চুল এবং কালো দাড়ির সাথে দেখা যাচ্ছে তাকে। স্টাইলিস্ট একটি ছবি যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
৩ জুলাই,সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়। যা দেখারপর ভক্তদের মাঝে আলোরন সৃষ্টি হয়। এমন লুকে সত্যরাজকে আগে কখনও দেখা যায় নি। ছবিতে কাট্টপ্পা খ্যাত অভিনেতাকে দেখা যায় রূপালী চুল, সানগ্লাস,জ্যাকেট ও একটি টি-শার্ট পরিহিত।
ইন্ডিয়ন এক্সপ্রেস সূত্রে, কুলিতে সত্যরাজের চরিত্র সম্পর্কে চলচ্চিত্র নির্মাতা বা অভিনেতাদের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। তবুও, সোশ্যাল মিডিয়া উত্তেজনায় ফেটে পড়েছে, তাদের প্রবীণ অভিনেতাকে এমন অবতারে দেখে।
রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র কুলি, লোকেশ কানারাজ পরিচালিত, এই বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রের মধ্যে একটি। চলচ্চিত্রটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার প্রথম ঝলক দেখিয়েছে। যা দেখার পরে বিভিন্ন গুজব তৈরী হয়েছে। কেউ কেউ মনে করছে ছবিতে রজনীকান্তের মেয়ের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি হাসান। তবে এই গুনজন সম্পর্কে অভিনেতা বা পরিচালকের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সান পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
অন্যদিকে, এআর মুরুগাদোস পরিচালিত সালমান খানের সিকান্দার। যদিও সত্যরাজ ছবিটির অংশ কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। এই চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন কী না সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অভিনেতা এ বিষয় নিয়ে কোন কথা বলেনি।
সত্যরাজের এই স্পোর্টস স্টাইলিশ অবতার কোন চলচ্চিত্রের জন্য, কুলি না কী সিকান্দার? তা দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে।
Leave a Reply