রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

অশ্বত্থামার শ্বাসরুদ্ধকর মেকআপ !

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

মহাভারত-এর প্রেক্ষাপট নিয়ে তৈরী হয়েছে ‘কাল্কি ২৮২৮ এডি’। ২৭ জুন মুক্তি পেয়েছে দক্ষিণী এই সিনেমা । নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমাটিই চলতি বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা। ‘কল্কি’তে অভিনয় করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন।

যেখানে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। যিনি শতকের পর শতক ধরে অপেক্ষা করছেন বিষ্ণুর দশম অবতারের জন্মের জন্য। তাঁর কাজ সেবা করা। তাতেই তাঁর মুক্তি। তিনি অমর, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। ফলে দক্ষিণের ধামাকা অ্যাকশনের মুখে অমিতাভ বচ্চন হয়ে উঠলেন আসল হিরো।

৮১ বছর বয়সেও অমিতাভ পর্দায় এসে অনুরাগীদের মাঝে হইচই ফেলে দিয়েছেন। চোখে মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। তবে শরীরে এক আলাদা তেজ। তাঁর চোখের চাহনিতেই যেন আগুন ঝরছে। অশ্বত্থামার লুকে একেবারে তাক লাগিয়েছেন। আর এই লুক তৈরী করেছেন মেকআপ আর্টিস্ট করণদীপ সিং।

সম্প্রতি অমিতাভের অশ্বত্থামার লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং, ক্যাপশনে লিখেছেন,অশ্বথামার জন্য যে চেহারাটি তৈরি করেছি তার এক ঝলক। এই চেহারাটির গাল এবং কপালে সিলিকন ব্যবহার করে তৈরি করা হয়েছিল।”

অমিতাভের চূড়ান্ত চেহারা দেখে ভক্তরা বিস্মিত হয়েছেন। অনেত ভক্ত তাদের প্রতিক্রিয় জানিয়েছে। কেই লিখেছেন, “কী রূপান্তর। দুর্দান্তভাবে করা হয়েছে। ‘কাল্কি ২৮২৮ এডি’ দেখার পর, আমি অনুভব করেছি যে অমিতাভ সব কিছুর উপরে আছেন।” একজন ব্যক্তি বললেন, “এটি কিছু উজ্জ্বল কাজ। আশ্চর্যজনকভাবে সম্পন্ন হয়েছে। অশ্বত্থামার মতো তাকে শ্বাসরুদ্ধকর দেখাচ্ছে।” একটি মন্তব্যেলেখা ছিল, “ওহ বাহ। কিংবদন্তি শান্তভাবে বসে তার মেকআপ করছে দেখুন। স্যার, আপনি ‘কাল্কি ২৮২৮ এডি’ সেরা ছিলেন। “রূপান্তরটি এত ভাল ছিল, আমার কাছে শব্দ নেই। চুল, মেকআপ, চেহারা, বিশাল ফিগার — আশ্চর্যজনক!”

তিনি আরও লিখেছেন, ‘আশা করি অমিতাভ স্যারের এই লুক সকলের পছন্দ হয়েছে। এখানে সেই লুক তৈরির কয়েক ঝলকই রইল আপনাদের জন্য। বড় পর্দায় পারফেক্ট অশ্বত্থমার হয়ে উঠতে প্রতিদিন সেটে তিন থেকে চার ঘণ্টা মেকআপ করতে হত অমিতাভকে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ