রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী! রণবীর-দীপিকার ছেলে হবে নাকি মেয়ে?

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বহুল আলোচিত তারকা দম্পত্তি রাণবীর সিং ও দীপিকা পাডুকোন। এখন আলোচনার কেন্দ্র বিন্দু দিপিকার অন্তঃসত্ত্বা নিয়ে। এদিকে পণ্ডিত জগন্নাথ গুরুজি যিনি একজন সুপরিচিত সেলিব্রিটি জ্যোতিষী হিসাবে পরিচিত। তিনিই রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন।

বাবা-মা হতে চলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সেপ্টেম্বরেই আসবে তাঁদের প্রথম সন্তান। ইতিমধ্যেই বেবি বাম্প আর নতুন মাতৃত্ব নিয়ে নিত্যদিনই চর্চায় থাকছেন দীপিকা। তবে রণবীর-দীপিকার কোলে ছেলে নাকি মেয়ে আসবে? তা জানতে ইতিমধ্যেই উৎসাহের অন্তনেই। তবে ভারতে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ। তাই ছেলে নাকি মেয়ে আসবে, তা জানতে সন্তান জন্ম না নেয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে এসবের মাঝেই রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করে বসলেন এক জ্যোতিষী। তিনিই জানিয়ে দিলেন ‘দীপিকা-রণবীর’-এর ঘরে ছেলে নাকি মেয়ে আসবে?

কয়েময়ে ডট কম-এর প্রতিবেদন অনুসারে, পণ্ডিত জগন্নাথ গুরুজি যিনি একজন সুপরিচিত সেলিব্রিটি জ্যোতিষী হিসাবে পরিচিত। তিনিই রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। জগন্নাথ গুরুজি জানিয়েছেন ‘দীপিকা-রণবীর’-এর কোলে পুত্র সন্তান আসতে চলেছে। প্রসঙ্গত, এর আগেও এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দীপিকা ২০২৪ সালে অন্তঃসত্ত্বা হবেন। এবার সেই জ্যোতিষীই দাবি করেছেন, রণবীর-দীপিকার সন্তান তাঁর বাবা-মায়ের কাছে রাজকুমার হবে। আশা করা হচ্ছে, তিনিই রণবীর ও দীপিকার জন্য সৌভাগ্য ফিরিয়ে আসবেন।

যদিও এর আগে এক সাক্ষাৎকারে রণবীর সিং বলেছিলেন, তিনি চান তাঁর ঘরে যেন দীপিকার মতোই একটা মেয়ে আসে। পরে বলেন, যদিও ছেলে বা মেয়ে যাই হোক, সে যেন সুস্থ হয়, এটাই কামনা করেন। তবে জ্যোতিষী বলছেন, মেয়ে নয়, রণবীর-দীপিকার ছেলে হবে। এখন দেখার এই ভবিষৎবাণী কতটা মেলে!

প্রসঙ্গত ২০১৩ সালে ‘গোলিয়োঁ কী রাসলীলা: রাম-লীলা’ ছবির শ্যুটিং চলাকালীন কাছাকাছি আসেন রণবীর-দীপিকা। তখন থেকেই তাঁদের প্রেমের খবর শোনা যাচ্ছিল। এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন তাঁরা। ২০১৫ সালে তাঁরা গোপনে বাগদান সেরে ফেলেছিলেন বলে শোনা গিয়েছিল। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন ‘দীপিকা-রণবীর’।

প্রসঙ্গত কাজের ক্ষেত্রে দীপিকা মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ‘সিংহম এগেইন’- এর শুটিং শেষ করেন। যদিও অন্তঃসত্ত্বা থাকাকীলনই ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই দীপিকা তার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী ‘কালকি ২৮৯৮ এডি’-তে একজন গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করেছেন, তাঁর চরিত্রের নাম সুমতি। রণবীরকেও ‘সিংহম এগেইন’-এ দেখা যাবে। এছাড়াও রণবীর ‘ডন ৩’- এর জন্য প্রস্তুতি নিচ্ছেন । যা আগামী বছর মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ