সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

রণবীরের প্রথম উপার্জনের টাকা মায়ের পায়ে রাখেন!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউডের ৭০ দশকের জনপ্রিয় নায়কা নীতু কাপুর। তার অভিনয় দিয়েই জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। বরাবরই তিনি দর্শক মহলে বেশ পছন্দের। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তিনি ১৯৮০ সালে ঋষি কাপুরকে বিয়ি করে। একটা সময় কাপুর পরিবারের বউ হওয়ার কারনে অভিনয় থেকে সরে যান। যদিও একটা বয়সের পর আবারও তিনি অভিনয় জগতে ফিরে আসেন। কাপুর পরিবারের মেয়ে থেকে বউয়েরা, একটা সময় অভিনয় করলেও পরবর্তীতে তাদের অভিনয় ছাড়তে হয়েছিল।

যদিও সেই প্রথা ভেঙে সকলের নজর কেড়েছিলেন করিশ্মা কাপুর ও করিনা কাপুর। আর বর্তমানে কাপুর পরিবারের নারী-পুরুষ কম বেশি সকলেই অভিনয় জগতের সঙ্গে কম বেশি যুক্ত আছে। আর সেই কাপুর পরিবারের সুযোগ্য পুত্র রণবীর কাপুর এখন বংশের মুখ উজ্জ্বল করে চলেছেন।

একের পর এক হিট সিনেমা তাঁর ঝুলিতে। এর মধ্যে আলিয়া ভাটকে করেছেন বিয়ে, পেতেছেন সংসার। যদিও মাঝে মধ্যে তাঁদের পরিবার নিয়েও নানা জনের নানা মত সামনে উঠে আসতে দেখা যায়। তবে রণবীর কাপুর ও তাঁর মায়ের সম্পর্ক বেশ ভাল। বরাবরই সে তার মায়ের প্রিয় । একাধিকবার মিলেছে তার প্রমাণও।

রণবীর কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৯৯৬ সালে কাকা রাজীব কপুরের ‘প্রেম গ্রন্থ’ ছবিতে কাজ করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে ২৫০ টাকা পেয়েছিলেন। যে ছবিতে ছিলেন তাঁর বাবা ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত। সেখানেই এক ছোট্ট চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। এরপরে, রণবীর কপুর বাড়িতে পৌঁছে তাঁর প্রথম উপার্জন মা নীতু কপুরের পায়ে রাখেন। যা দেখে অভিনেত্রী রীতিমতো কেঁদেছিলেন।

রাণবীর কাপুর ও নীতু কাপুরের সম্পর্ক এতটাই মজবুত যে আজও মাঝে মধ্যে তাঁদের হাত ধরে একসঙ্গে চলাফেরা করতে দেখা যায়। তখন যদি আলিয়া ভাট পাশে উপস্থিত থাকে তখন আলিয়া ভাট আলাদা একাই হাটেন। তা নিয়ে যদিও একশ্রেণির মানুষ ট্রোল করতেও পিছপা হন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ