বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

পেট চালাতে সেলস গার্লের কাজ করতেন নোরা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে এই অভিনেত্রীর। একজনভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। তবে ‘দিলবার’ খ্যাত এই অভিনেত্রীর বলিউডে যাত্রা শুরু হয় নৃত্যশিল্পী হিসেবে। আজকের এই অবস্থানে আসতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে নোরাকে।

ভারতের বুকে এসে ছবির দুনিয়ায় পাকাপাকি জায়গা করে নেওয়াটা খুব সহজ ছিলনা নোরা ফাতেহির জন্য। একটা সময় মাত্র ৫০০০ টাকা নিয়ে ভারতে পা রেখেছিলেন। বলিউডের অভিনেত্রী হতে চান তিনি। নোরা ফাতেহি ছোট থেকে একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বর্তমানে বিটাউনে তাঁর রাজত্ব হলেও, অতীত ভোলেননি তিনি। বর্তমানে সেই নোরার পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে।

কানাডায় বেড়ে ওঠা নোরার জীবন ছিল খুব সাধারণ। আর পাঁচজনের মতই দিন কাটত তাঁর। স্কুলের পাশাপাশি বাড়তি কিছু আয়ের জন্য করতেন নানা ধরনের কাজ। যার মধ্যে একটি ছিল ওয়েটারের কাজ। এছাড়া তিনি বাড়তি আয়ের জন্যে সেলস গার্লের কাজও করতেন।

একবার এক কুকিং-শোতে অংশগ্রহণ করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন নোরা। জানিয়েছিলেন কানাডায় প্রায় সকলেই অতিরিক্ত আয়ের জন্য এমন কাজ করে থাকেন। নোরা ফাতেহিও তার ব্যতিক্রমী ছিলেন না। তবে এই কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে।

বর্তমানে তিনি বলিউড কাঁপাচ্ছেন। ছবি পিছু নোরা নিয়ে থাকেন ১ কোটি টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা। মাসে গড় আয় ৩০ লাখ। বর্তমানে সেই সংখ্যা বেড়ে গিয়েছে আরও। বেড়েছে তাঁর ব্র্যান্ড ভ্যালু। দেশ থেকে বিদেশে তাঁর চাহিদা থাকে তুঙ্গে। মোটা টাকা নিয়ে থাকেন তিনি বিভিন্ন কনসার্টের জন্যে। নাচের পাশাপাশি তার গানও বেশ জনপ্রিয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ