রাহা তানহা খান। মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করলেও রাহা পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। এখন তার যাত্রাপথ চলচ্চিত্র কেন্দ্রিক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর চলচ্চিত্রে দেখা যাবে গ্লামার গার্ল রাহা তানহা খানকে। এরই মধ্য কক্সবাজারে ছবির শুটিং-এ অংশ নেন এই চিত্রনায়িকা। নতুন ছবির নাম ‘ব্ল্যাক লাইট’। চলচ্চিত্রটি কক্সবাজারে ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুটিং হয়।
এ প্রসঙ্গে রাহা তানহা খান বলেন, ছবিটি একদম ব্যতিক্রমী গল্পের। রিজু ভাই যখন গল্পটি শোনালেন শুনেই কাজটি করতে রাজি হয়ে যাই। গল্পে আমার চরিত্রের নাম এমি। যে কিনা বিদেশে পড়াশোনা করেছে। এরপর দেশে এসে কক্সবাজার ঘুরতে যায়। তারপর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। একটা জার্নির মধ্যে দিয়ে এগিয়ে যায় ছবির গল্প।
সম্প্রতি রাহা শেষ করেছেন বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘মাফিয়া’। এছাড়া ‘ওস্তাদ’ সহ আরও বেশ কিছু চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ হাতে আছে বলে জানান রাহা। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ, আইরিন সুলতানা, আবু হেনা রনিসহ অনেকে।
Leave a Reply