প্রথমবারের মতো ওয়েব চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘কর্পোরেট’ শিরোনামের ওয়েব ছবিতে অভিনয় করবেন তিনি। ফেরারী ফরহাদ এর সংলাপ ও চিত্রনাট্য ওয়েব ছবিটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান। এ ছবি দিয়ে প্রথমবার চিত্রনায়িকা আঁচল আঁখির বিপরীতে অভিনয় করবেন রোশান। ৩০ নভেম্বর থেকে ওয়েব চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
রোশান জমজমাটকে বলেন, ‘কর্পোরেট’ জীবনের বিভিন্ন দিক নিয়ে চলচ্চিত্রের গল্প। এখানে একজন ‘কর্পোরেট’ হিসেবে দেখা যাবে। ছবির গল্পটি চমৎকার। ভালো লাগার মতো একটি চরিত্র। যার কারণে প্রথমবারের মতো ওয়েব চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শক ভালো কিছু উপহার পাবে।
রোশান অভিনীত নির্মাণধীন ও মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’, ‘সাইকো’, ‘মোকআপ’, ‘ওস্তাদ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘উন্মাদ’, সরকারি অনুদানের ‘আর্শীবাদ’। এবং খুব শীঘ্রই শুরু করবেন সরকারি অনুদানের দ্বিতীয় ছবি ‘মুখোশ’র কাজ।
Leave a Reply