দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে ‘হাওয়াই মিঠাই’ শিরোনামে নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে। আগামীকাল থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হবে।
পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে তিনি বলেন, এনটিভির নতুন ধারাবাহিকটি হতে যাচ্ছে একটি ফ্যামিলি ড্রামা, যেখানে কমেডিও থাকবে। আর এই নাটকের কাস্টিং নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। যেখানে যে কাস্টিং প্রয়োজন, আমরা সেখানে তাঁকেই নিয়েছি। আশা করছি, দর্শক নাটকটি ভালোভাবে গ্রহণ করবেন।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনর রশীদ, ফারুক আহমেদ, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মিম, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র, মাসুম বাশার, আনুন পুতুলসহ অনেকেই।
Leave a Reply