শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
Uncategorized

করোনা সচেতনায় স্বাগতা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। একাধারে অভিনয়, মডেলিং, গান এবং উপস্থাপনায় পারদর্শী। ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করছেন। এবং বাবার দেখানো পথে গান শিখেছেন। ‘মহাকাল’ নামের একটি ব্যান্ড দলও করেছিলেন। তারপর গানে অনিয়মিত। স্বপ্ন ছিল নাম করা গায়িকা ও পরিচালক হবেন। তবে কাকতালীয় ভাবে অভিনয় নিয়মিত হয়ে পড়েন। পরিচালক হবার স্বপ্ন নিয়ে পড়লেখা করেছেন ফিল্ম মেকিং নিয়ে। তবে সেই স্বপ্নটা আজও অধরা। মাত্র সাড়ে তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই শীতে করোনা বৃদ্ধি পাওয়ার কথা শোনা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহলে বাড়তি সর্তকতা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। এই করোনা সচেতনতা নিয়েই একটি একখণ্ডের নাটক নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করছেন সৈয়দ আওলাদ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জিনাত শানু স্বাগতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা সচেতনতার গান ও বিজ্ঞাপনে কাজ করেছি এর আগে। তবে নাটকে এ বিষয় নিয়ে কাজ করিনি। এবার সেই সুযোগটি পেয়েছি আমি। আশা করছি নাটকটির মাধ্যমে দর্শকরা করোনা থেকে সুরক্ষিত থাকার বিষয়ে দিকনির্দেশনা পাবেন।’

২০০৭ সালে মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন। তারপর ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘সুচনা রেখার দিকে’ এবং ‘ফিরে এসো বেহুলা’ নামে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অবশ্য পরে তেমন একটা দেখা যায়নি তাকে। অন্যদিকে ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন স্বাগতা। এছাড়া টিভিতে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনাও করছেন এ অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, ‘লাল মোরগের ঝুঁটি’। আর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপপুণ্য’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ