নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। পরিচালক ইফতেখার চৌধুরীর পরিচালনা ও প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘মুক্তি’ শিরোনামের একটি ছবি। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ রিপা। তার বিপরীতে অভিনয় করবেন সাত জন নায়ক। তাদের মধ্যে অন্যতম একজন আনিসুর রহমান মিলন।
‘মুক্তি’র কাহিনি সম্পর্কে মিলন বলেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি। সে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন। সাতটি চরিত্রের মধ্যে আমাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে।’ জানা গেছে, ইফতেখার চৌধুরীর প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিত ছবিটি আগামী বছরের নারী দিবসে মুক্তি দেওয়া হবে।
Leave a Reply