বাংলা ভাষায় ডিজে গান নিয়ে আটলান্টার মঞ্চ মাতাচ্ছেন সংগীতশিল্পী রুবেল। আমেরিকার আটলান্টায় অবস্থিত সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড ডিসট্রিক্টের সত্ত্বাধিকারী রুবেল একাধারে একজন ডিজে, ইঞ্জিনিয়ার, প্রযোজক, কণ্ঠশিল্পী ও কম্পোজার। বিদেশের মাটিতে বাস করলেও কাজ করছেন নিয়মিত বাংলা গান নিয়েই। প্রানজালা কোকিল, বাংলাতন, তুমি আমার, ভালোবাসি উজার করে-শিরোনামের ডিজে গানগুলো সাউন্ড ডিসট্রিক্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই হয়ে উঠেছে শ্রোতাপ্রিয়।
আমেরিকায় চিত্রায়িত গানগুলোর বিচিত্রতা বাংলা গানের শ্রোতাদের দিচ্ছে নতুনত্বের স্বাদ। এমন কি আমেরিকার মাটিতেও বিভিন্ন অনুষ্ঠানে গানগুলোর চাহিদা বাড়ছে বলে জানান ডিজে রুবেল। যদিও ডিজে সংগীত এখন আর নতুন কোন বিষয় নয়। কিন্তু মৌলিক বাংলা ডিজে গানের চর্চা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে বিভিন্ন উৎসব আয়োজনে নির্ভর করতে হয় বিদেশি ভাষার সংগীতের উপর। তাই নিয়মিত মৌলক বাংলা ডিজে গান নিয়ে কাজ করে যাচ্ছেন রুবেল। সেই সাথে গানের উপযোগী মিউজিক ভিডিও রুবেলের গানগুলোকে দিয়েছে ভিন্নমাত্রা।
অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে ‘মেয়ে তুমি’ শিরোনামে রুবেলের নতুন আরেকটি গান। প্রকাশিত হবে সাউন্ড ডিসট্রিক্টের ইউটিউব চ্যানেল ও ডিজে রুবেল মিউজিক ফেইসবুক পেজে। গানটির কথা লিখেছেন রাকিব। সুর ও সংগীত পরিচালনা করেছেন রুবেল নিজেই। নতুন ডিজে গানটি সকলকে নাচাবে এমনটাই আশা করছেন তিনি। এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘গানগুলো শ্রোতাদের ভালো লাগলে আমরা মনে করব আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। সবসময় পাশে থাকার জন্য সবার প্রতি মন থেকে ভালোবাসা এবং সম্মান জানাচ্ছি।’
Leave a Reply