ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে মৌয়ের। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন জায়েদ খান। আজ (১৩ ডিসেম্বর) লাস্যময়ী এ চিত্রনায়িকার জন্মদিন। রাত বারোটার পর থেকেই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন তিনি। পারিবারিক আয়োজনে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর শুরু করেন মৌ।
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে মৌ খান বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে জন্মদিন একটি গুরত্বপূর্ণ দিন। আমারও ব্যতিক্রম নয় প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকি। রাত থেকেই প্রচুর শুভেচ্ছা পাচ্ছি। পরিবার নিয়ে রাতে কেক কেটেছি। আজ সন্ধ্যায় কাছের কিছু মানুষ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবো। সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পাড়ি দিতে চাই বাকিটা পথ।’
মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ অভিনীত ‘বাহাদুরি’, ‘বান্ধব’ ও ‘তুই আমার জান’। নির্মাণাধীন মোহাম্মদ আসলাম পরিচালিত ‘তবুও প্রেম দামি’। এরইমধ্যে শেষ করেছেন শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ ওয়েব সিরিজের কাজ। চলতি সপ্তাহে নতুন একটি ছবির শুটিং শুরুর কথা রয়েছে।
Leave a Reply