১৫ দিন নভেল করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। গত ৩০ নভেম্বর তিনি সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ৭ দিন বাসায় চিকিৎসা নেয়ার পর অবস্থার যখন কোনো উন্নতি হচ্ছিল না তখন হাসপাতালে ভর্তি হোন তিনি। সেখানে ৮ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ১৫ ডিসেম্বর বাসায় ফিরেছেন।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা শিল্পী বলেন, ১৫ দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। গত মার্চ থেকে ঘর থেকে বের হয়নি। তারপরও এ ভাইরাসে আক্রান্ত হতে হয়েছে। অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও কিছুটা দুর্বল লাগছে। জানি না এ দুর্বলতা কবে কেটে যাবে। আমার শুভাকাঙ্ক্ষী ভক্তদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের দোয়া ছিলো বলে করোনা মুক্ত হতে পেরেছি। গত ১৫টা দিন আমার কাছে খুব বিভীষিকাময় ছিলো। শরীরে অবস্থা খুবই খারাপ ছিলো ফুসফুসের অবস্থাও খারাপের দিকে চলে গিয়েছিলো। ডাক্তার নার্সদের পরিপূর্ণ চিকিৎসা সেবায় আবারও সুস্থ হয়ে উঠতে পেরেছি। আমিসহ আমার পুরো পরিবার স্বামী সন্তানরাও আক্রান্ত ছিলো তারাও এখন সুস্থ আছে। আপনারা যেন এই রোগে আক্রান্ত না হোন। আল্লাহ আপনাদের সকলের সহায় হোন। দীর্ঘ দিন ধরে কাজ করছি না তারপরও সবার ভালোবাসায় মুগ্ধ।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে ‘প্রিয়জন’ নামের একটি ছবি করেছিলেন শিল্পী। ছবিটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। শিল্পীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুটো হলো ‘প্রেমের নাম বেদনা’ এবং ‘সুজন বন্ধু’।
Leave a Reply