হঠাৎই সারাদেশের ওপর জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় কাঁপছে গ্রামীণ জনপদের মানুষ। সেইসঙ্গে শহরেও বেড়েছে শীতের দাপট। এরইমধ্যে ফ্যাশন হাউজগুলোতে শীত পোশাকে এসেছে পরিবর্তন। বরাবরের মতো এবারও ফ্যাশন ওয়ার্ল্ড ও আনজারা পোশাকে ভিন্নতা এনেছে। সম্প্রতি গৌতম সাহার কোরিওগ্রাফিতে শীত ফ্যাশনের ফটোশুটে অংশ নিয়েছেন শিবলী সরকার, সাজনীন আলী ও আশফাক আহমেদ। ক্যামেরায় ছিলেন মোঃ ফাহিম ইসলাম দীপ।
পোশাক: ফ্যাশন ওয়ার্ল্ড ও আনজারা
মেকআপ: পিংন্ক মি আপ
জুয়েলারি: হাবিব
Leave a Reply