একই মঞ্চে, একই নাটকের টানা ১৬টি প্রদর্শনী। যার গল্পে উঠে আসে ভয়াবহ বিষন্ন জীবনের গল্প। নাম ৪.৪৮ মন্ত্রাস। স্পর্ধার প্রযোজনায় এ নাটকটিকে মঞ্চে এনেছেন নির্দেশক সৈয়দ জামিল আহমেদ। যা রুপক, তাই বাস্তব। যার কোন ধারাবাহিক গল্প নেই। নেই চরিত্রের উল্লেখ।
এ বাস্তবতায় কেবল সীমাহীন বিষন্নতার ছাপ। জায়গা ভেদে কারণ, ধরণ আলাদা হলেও ফলাফল একই। এ গল্পের প্রতিটি সিঁড়ি ভেঙে সৃষ্টি হয় সুস্থ থাকার নেপথ্যে প্রতিবন্ধকতার আরেক গল্প। যার সমাপ্তি আত্মহনন। ৪.৪৮ সাইকোসিস নাটকটিতে যেনো সেই দৃষ্টান্ত রেখেছেন ব্রিটিশ নাট্যকার সারাহ্ কেইন। স্পর্ধার প্রযোজনায় ৪.৪৮ মন্ত্রাস শিরোনামে নাটকটিকে মঞ্চে এনেছেন নির্দেশক।
নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণ শিল্পী। যার মনস্তত্ত্বে প্রবলভাবে বিরাজমান বিষণ্নতা। ধর্ষণ, খুন, ধর্মীয় অসহিষ্ণুতা, সমাজের বিশৃঙ্খলা, প্রভাব ফেলেছে তার মানসিকতায়। রাজধানীর মহিলা সমিতির মিলনায়তনে গেলো ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ৪.৪৮ মন্ত্রাস নাটকটির ১৬টি প্রদর্শনী।
Leave a Reply